
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জনৈক দিলীপদার সঙ্গে নাকি কোনও এত শ্রীমতি মজুমদারের বিয়ে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই এক পোস্ট করেন অর্ঘ্য কুমার নামে এক ব্যক্তি। মাত্র ২০ জন ফলোয়ার থাকা অর্ঘ্যর দাবি, তিনি নাকি জানতে পেরেছেন যে 'দিলীপদা' বিজেপি রাজ্য সভাপতি করা হতে পারে, তাই তাঁর বিয়ে পিছিয়ে গিয়েছে। আর সেই পোস্টটি শেয়ার করে তথাগত রায় আবার নিজের মনের এক প্রশ্ন ছুঁড়ে দেন। (আরও পড়ুন: 'সৌগত দাদুকে একটু বকা দেবেন', রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে 'খোঁচা' মমতাকে)
আরও পড়ুন: বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতের সেনাপ্রধান, বললেন...
অর্ঘ্য কুমার নামের সেই নেটিজেন নিজের পোস্টে লিখেছিলেন, 'শুনলাম, দিলীপদার বিয়ে নাকি জনৈক শ্রীমতি মজুমদার দিদির সাথে তিন মাস পিছিয়ে গিয়েছে। কারণ দিলীপদা নাকি রাজ্য সভাপতি হচ্ছেন..! হামারে নেতা ক্যাসা হো..? দিলীপবাবু য্যাসা হো।' পোস্টে শুভেন্দু, সুকান্ত, অমিত শাহদের ট্যাগ করেছেন অর্ঘ্য কুমার। আর সেই পোস্টের নিরিখে তথাগত রায় লেখেন, 'কিন্তু দিলীপবাবু তো একজন সংঘ প্রচারক! এঁরা তো বিয়ে করেন না! এ কি সত্য?' (আরও পড়ুন: 'উচিত হয়নি…', ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত শর্মার অবসরের দাবি সৌগতর)
উল্লেখ্য, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা জারি। বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি থাকলেও নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়নি। বিগত বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাশাপাশি রাজ্য সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন সেই সুকান্ত মজুমদার। যদিও বিজেপির নীতি অনুযায়ী, এক ব্যক্তি এক পদের নিয়মে সুকান্ত আর রাজ্য সভাপতি থাকতে পারেন না। আর এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে সরব হয়েছেন বর্ষীয়ান নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুভেন্দু অধিকারীর প্রশংসা করে একাধিক পোস্ট করে নিজের 'পছন্দের' কথা বুঝিয়ে দিয়েছেন তথাগত। অমিত শাহ থেকে শুরু করে মোদীকে ট্যাগ করে রাজ্যের নয়া সভাপতি নিয়ে বহু টুইট তিনি করেছেন সাম্প্রতিককালে। আবার সুকান্ত মজুমদারকে পার্টটাইম সভাপতি বলে কটাক্ষ করেছেন তথাগত। (আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সমর্থকদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ হায়দরাবাদে)
আরও পড়ুন: সেই 'মোটা' রোহিতের পুল শটেই 'আউট' শামা, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নেত্রী বললেন…
এদিকে বঙ্গ বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ও দিলীপ ঘোষের দ্বন্দ্বের বিষয়টি বহু পুরনো। এদিকে দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরেই রাজ্য বিজেপিতে কোণঠাসা। এই আবহে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারের পর বিজেপির একাধিক বড় নেতাকে কাঠগড়ায় তুলেছিলেন তথাগত। 'কামিনী কাঞ্চন' মন্তব্য শোনা গিয়েছিল তাঁর মুখে। এই আবহে ২০ জন ফলোয়ারের এক প্রোফাইলের এক দাবি ঘিরে তথাগত রায় যেভাবে প্রতিক্রিয়া দিলেন, তা নিয়ে বিজেপির অন্দরে চর্চা হতে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports