
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি। নেতাজির জন্মদিন। পাবলিক হলিডে। ছুটির দিন। আর সেই ছুটির দিনেও স্টাফদের অফিসে আসতে বাধ্য করা হচ্ছে। দাবি শুভেন্দু অধিকারীর। তিনি একটি হোয়াটস অ্যাপ বার্তা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তবে সেই বার্তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
শুভেন্দু অধিকারী লিখেছেন, 'রাজ্য সরকার আগেই নোটিফিকেশন জারি করেছিল। ২০২৫ সালের ২৩শে জানুয়ারিকে পাবলিক হলিডে হিসাবে ঘোষণা করা হয়েছে। কাল নেতাজি জয়ন্তী। পাবলিক হলিডে। ভারত রত্ন ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য।
পাবলিক হলিডে-তে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, অন্যান্য পাবলিক অর্গানাইজেশন বন্ধ থাকে। জাতীয় স্তরের ইভেন্ট, উৎসব, গুরুত্বপূর্ণ দিনকে স্মরণীয় করে রাখতে এই ছুটির দিনকে ঘোষণা করা হয়েছে।
তবে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালের হোয়াটস অ্যাপ গ্রুপের নির্দেশে অন্য কথা বলা হচ্ছে। সিএমআরও গ্রিভান্স রিড্রেসাল অ্যাক্টিভিটি স্টাফদের বাধ্য করবে পাবলিক হলিডের দিনে অফিস করতে।
এটা পাবলিক হলিডের নিয়মকে ভঙ্গ করছে এমনটাই নয়, এটা নেতাজিকেও অসম্মান করার শামিল। এখন তো একেবারে সাধারণ সময়। কোনও অতিমারির ব্যাপার নয়। প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কোনও অস্থিরতাও নেই। তবে ওই ধরনের কাজ কেন অন্য়দিনের জন্য ধার্য করা হল না? '
যে হোয়াটস অ্য়াপ বার্তা পোস্ট করেছেন শুভেন্দু সেখানে দেখা যাচ্ছে বিডিও লেখা একটি নম্বর থেকে বার্তা রয়েছে। কাল সিএমআরও গ্রিভান্স রিড্রেসাল ক্য়াম্প মোডে হবে। দুপুর ১টার পর থেকে হবে এই ক্য়াম্প। জেলা পরিষদের সচিব, সমস্ত বিডিও ভিসি মোডে থাকবেন টেকনিকাল টিম নিয়ে…শেষে লেখা হয়েছে এটাকে আরজেন্ট বলেই ধরবেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports