বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fake currency: খাস কলকাতায় জাল নোট ছাপার কারখানার হদিস, ধৃত ২, উদ্ধার ৭০ হাজার টাকার জাল নোট
পরবর্তী খবর
জাল নোট-সহ দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে রাজাবাজারের টাকি হাউস বয়েজ স্কুলের কাছে দুজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের নাম হল জাঙ্গেজ আলম এবং আফজাল আলি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জাল নোট তৈরির যন্ত্রও উদ্ধার করেছে এসটিএফ।
জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এই নোটগুলি অধিকাংশ ৫০০ এবং ১০০ টাকার নোট। তাদের পরিকল্পনা ছিল কলকাতার বাজারে এই নোটগুলি ছড়িয়ে দেওয়া। ধৃতদের জেরা করে ইকোপার্ক থানার হাতিয়ার কাছে একটি বাড়ি থেকে জাল নোট তৈরির মেশিন উদ্ধার করেছে এসটিএফ। সেখান থেকেও বেশ কিছু নোট উদ্ধার হয়েছে। সবচেয়ে বড় কথা হল খাস কলকাতায় জাল নোট তৈরির কারবারি চালাচ্ছিল তারা।