
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কলকাতা লাগোয়া পঞ্চসায়রের অতিথিশালা থেকে বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গাড়ি করে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৩ জন জয়ী বিজেপি প্রার্থী ও ১ জন বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণ করে তারা। অভিযোগ, রাতেই থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পরে অভিযোগ গ্রহণ করলেও কোনও জিডি নম্বর দেয়নি তারা। অপহৃতরা দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজয়ী প্রার্থী বলে জানা গিয়েছে।
কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৫টি। তার মধ্যে তৃণমূল ৪টি, বিজেপি ৬টি, সিপিএম ৩টি ও সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী ১টি আসনে জেতে। ভোটের ফল প্রকাশের পর থেকেই বিরোধী প্রার্থীদের তৃণমূলকে সমর্থনের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। প্রাণভয়ে মঙ্গলবার থেকে পঞ্চসায়রে একটি অতিথিশালায় আশ্রয় নেন বিরোধী প্রার্থীরা।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেখানে গাড়ি করে পৌঁছয় স্থানীয় বিদায়ী পঞ্চায়েত প্রধান। অতিথিশালায় ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৩ বিজেপি প্রার্থী ও ১ নির্দল প্রার্থীকে অপহরণ করে নিয়ে যায় তারা। অন্যরা ছাদে পালিয়ে গিয়ে রক্ষা পান। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রবাদপ্রতীম বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। পঞ্চসায়র থানায় যান তিনি। অভিযোগ, প্রথমে অভিযোগ গ্রহণ করতে চায়নি পঞ্চসায়র থানার আধিকারিকরা। পরে অভিযোগ গ্রহণ করা হলেও কোনও জিডি নম্বর দেওয়া হয়নি তাদের। এমনকী যে সিসিটিভিতে গোটা ঘটনা ধরা পড়েছে তার ফুটেজ সংগ্রহেও কোনও তৎপরতা দেখায়নি পুলিশ। সকালে বিষয়টি সংবাদমাধ্যমে প্রচারিত হলে মুখরক্ষা করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
যদিও তৃণমূলের দাবি, এই ঘটনায় দলের যোগ নেই। বিরোধী প্রার্থীরা নিজেরাই অতিথিনিবাস ছেড়ে চলে এসেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports