UPA সরকারের ৪ গুণ টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে মোদী সরকার। শনিবার কলকাতায় এসে সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি। একই সঙ্গে আবাস যোজনার পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।এদিন সাধিকা নিরঞ্জন জ্যোতি বলেন, ‘২০০৫ সালে মনমোহন সিংয়ের সরকারের জমানায় ১০০ দিনের কাজের আইন পাশ হয়েছিল। সেই থেকে ২০১৪ সাল পর্যন্ত ৯ বছরে UPA সরকার পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে ১৪,৪০০ কোটি টাকা দিয়েছিল। আমাদের সরকারের জমানায় ৯ বছরে ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। অর্থাৎ ৪ গুণ টাকা দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় বঞ্চনা করলাম’?প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেখানে এরা অযোগ্যদের ঘর দিয়েছে। অভিযোগ করার পর পদক্ষেপ করেছে। ওদিকে যোগ্যরা এখনও বঞ্চিত। সেখানেও UPA সরকারের সময় ৯ বছরে ৪,৪১৪ কোটি টাকা দেওয়া হয়েছে। মোদীজির সরকার সেখানে ৩০ হাজার কোটি টাকা দিয়েছে। ৬ গুণ বেশি’। তিনি জানান এই প্রকল্পের রাজ্যকে ৪৫ লক্ষ বাড়ি দিয়েছে কেন্দ্র। এছাড়া UPA জমানার ইন্দিরা আবাস যোজনার ১০ লক্ষের বেশি বকেয়া বাড়ির ঘাটতিও পূরণ করেছেন তাঁরা।