খাত না থাকলে সরকারি কোষাগার থেকে কোনও টাকা তোলা বা জমা দেওয়া যায় না। যার জেরে নানা সমস্যা দেখা দেয়। এতে সমস্যায় পড়তে হতো তদন্তকারী সংস্থাকে। আপৎকালীন ক্ষেত্রে কলকাতা পুলিশের কর্তাদের ‘সিক্রেট সোর্স ফান্ড’ থেকে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হতো। দীর্ঘদিন ধরেই এই নিয়ে অভিযোগ ছিল গোয়েন্দাদের।
তদন্তকারী কলকাতা পুলিশ।
অপরাধ করে ভিনরাজ্যে পালিয়ে যাওয়া দুষ্কৃতীকে গ্রেফতার করতে এখন থেকে বিমানের টিকিটের জন্য আর অভিযোগকারীর দ্বারস্থ হতে হবে না কলকাতার পুলিশ অফিসারকে। কারণ এই সংক্রান্ত খরচের জন্য একটি পৃথক খাত তৈরি করল নবান্ন। অতীতে কলকাতায় অপরাধের তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলাকালীন আনুষাঙ্গিক খরচের টাকা পেতে বেগ পেতে হতো তদন্তকারী পুলিশ অফিসারের। এবার থেকে আর তা করতে হবে না।
বিষয়টি ঠিক কী হয়েছে? প্রশাসন সূত্রে খবর, খাত না থাকলে সরকারি কোষাগার থেকে কোনও টাকা তোলা বা জমা দেওয়া যায় না। যার জেরে নানা সমস্যা দেখা দেয়। এতে সমস্যায় পড়তে হতো তদন্তকারী সংস্থাকে। আপৎকালীন ক্ষেত্রে কলকাতা পুলিশের কর্তাদের ‘সিক্রেট সোর্স ফান্ড’ থেকে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হতো। তার জেরে দীর্ঘদিন ধরেই এই নিয়ে অভিযোগ ছিল গোয়েন্দাদের। তবে এবার পৃথক খাত তৈরি হওয়ায় আর অসুবিধা হবে না।