প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহর। বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল সকাল ইডি দফতরে হাজির হলেন তিনি। আদালতের নির্দেশ মেনে হাজিরা দিতে এসেছেন বলেই তিনি জানান। ইডি দফতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য, তিনি দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: ইডি দফতরে হাজিরা দিলেন চন্দ্রনাথ, ‘তদন্তে সহযোগিতা করছি’ বললেন মন্ত্রী
আদালত এর আগে স্পষ্ট করে দিয়েছিল, তদন্তে সহযোগিতা করতেই হবে চন্দ্রনাথকে। সেই নির্দেশ অনুসারেই বৃহস্পতিবার এবং শুক্রবার টানা দুই দিন সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন বোলপুরের এই তৃণমূল বিধায়ক। যদিও শুক্রবার তিনি কোনও নথি জমা দিলেন কি না, সে প্রশ্নে তাঁর জবাব ছিল সোজাসাপটা, কোনও নথি চাওয়া হয়নি। প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ সিংহ। সেদিন ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে তাঁর আগাম জামিন বহাল রাখে, সঙ্গে কিছু শর্তও জুড়ে দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, চন্দ্রনাথ আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি চলা পর্যন্ত এই নিয়মই মানতে হবে তাঁকে। ফলে আদালতের শর্ত মেনে মন্ত্রী ইডি দফতরে হাজিরা দিচ্ছেন।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা দ্বিতীয় মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিংহ। ইডির তরফে অভিযোগ, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর সরাসরি যোগ রয়েছে। কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল। কিন্তু, আদালত ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। আদালত জানিয়ে দেয়, জামিন বহাল থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার আগামী ২৫ এবং ২৬ সেপ্টেম্বর মন্ত্রীকে ইডি দফতরে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে হবে। প্রয়োজনে পরবর্তী পর্যায়ে তাঁকে আবারও তলব করা হতে পারে। আপাতত যে দুদিন ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত সেই নির্দেশ মন্ত্রী পালন করলেন বলেই দাবি করেছেন।