সাউথ কলকাতা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনার রেশ পড়েছে গোটা শহরের কলেজগুলিতে। আতঙ্ক আর উদ্বেগের আবহে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন জোরালো নিরাপত্তার দিকেই জোর দিচ্ছে। কলেজ প্রাঙ্গণে বহিরাগতদের যাতায়াত বন্ধ থেকে শুরু করে, পড়ুয়াদের জন্য নির্দিষ্ট সময়সীমা সব ক্ষেত্রেই আনা হয়েছে কড়াকড়ি।।ক্যাম্পাসে ঢোকার আগে পড়ুয়াদের পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। (আরও পড়ুন: কসবা কলেজে এসব কী হত? ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত মনোজিৎ)
আরও পড়ুন: কসবা কলেজে এসব কী হত? ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত মনোজিৎ
আশুতোষ কলেজ, হাজরা ল’ কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী ল’ কলেজ সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে পড়ুয়াদের ক্যাম্পাসে ঢুকতে হলে বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। এমনকি প্রাক্তন ছাত্র বা বহিরাগতদের ক্ষেত্রেও লাগবে কলেজ কর্তৃপক্ষের লিখিত অনুমতি। এছাড়াও, ক্লাস শেষে ক্যাম্পাস ছাড়তে হবে সময়মতো।
যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টার পর ক্লাস শেষ হলে সাধারণত পড়ুয়ারা বাড়ি ফিরে যায়। কেউ যদি শিক্ষাগত কারণে আরও কিছুক্ষণ থাকতে চায়, তাহলে আগেভাগেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কারণ ওই কলেজটি অন্য একটি কলেজের সঙ্গে ক্যাম্পাস ভাগ করে নেয়, ফলে নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। (আরও পড়ুন: মহিলাদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর,কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা)
আরও পড়ুন: বকেয়া ডিএ-র চাপেও বড় পদক্ষেপ করতে পারে রাজ্য, বেতন কাঠামোয় আসতে পারে বদল
বহিরাগতদের প্রবেশেও নজরদারি রাখা হচ্ছে একাধিক কলেজে। হাজরা ল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বহিরাগতদের জন্য ক্যাম্পাসে ঢোকার সময় ও বেরনোর সময়, মোবাইল নম্বর ও আসার কারণ লিখে রেজিস্টারে সই করতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার বাইরে কোনওভাবেই প্রবেশের অনুমতি দেওয়া হবে না। (আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ নিয়ে সংযোজন, নয়া বিজ্ঞপ্তি জারি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান জানিয়েছেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এখন বন্ধ। যদি খুব জরুরি প্রয়োজনে কেউ আসেন, তাহলে লিখিতভাবে বিস্তারিত তথ্য দিয়ে অনুমতি নিতে হবে।
এছাড়া, মেয়েদের কলেজে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, বিকেল ৫টার পর কলেজ বন্ধ থাকবে। কোনও ক্লাস, ল্যাব বা কর্মসূচি না থাকলে কোনও ছাত্রীকে ওই সময় ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না। ছাত্র সুবিধা কক্ষ, যোগ কেন্দ্র এবং জিম বিকেল ৪টার মধ্যেই বন্ধ করে দেওয়া হবে।