যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে এবার সামনে এল তাঁর ‘বিশেষ বন্ধু’র পোস্ট। মৃতার সঙ্গে একটি ছবি পোস্ট করে ওই যুবক লেখেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোন পাপ।’ বৃহস্পতিবার রাতের ঘটনার পর শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ফেসবুকে এই পোস্ট করেন যুবক।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পোস্ট
ফের একবার পড়ুয়া মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এবারের মৃত্যু যতটা মর্মান্তিক, ততটাই রহস্যময়। এখনও পর্যন্ত ছাত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি। লালবাজার হোমিসাইড শাখার তত্ত্বাবধানে চলছে ময়নাতদন্ত। বৃহস্পতিবার সন্ধেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর একটি ঝিল থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের এক ছাত্রীর মৃতদেহ। মৃতা অনামিকা মণ্ডল ছিলেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া। তাঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাতেই চাঞ্চল্য ছড়াতে শুরু করে। তার পর ভোর পাঁচটা নাগাদ এই পোস্ট করেন তাঁর বিশেষ বন্ধু।
আরও পড়ুন - ‘জন্ম থেকেই ওরা…’ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ফের উস্কানি আফ্রিদির, কী দাবি করলেন?
কী লেখেন ওই যুবক?
সমাজমাধ্যমে নিজেকে ন্যাশনাল হকার্স ইউনিয়নের কর্মী বলে দাবি করা ওই যুবক লেখেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু।’
আরও পড়ুন - নিত্য আসা-যাওয়া ছিল বঙ্কিম-সুভাষের, এই বাড়ির ৩৫০ বছরের পুজো দক্ষিণের আকর্ষণ
সংবাদমাধ্যমকে কী বলছেন ওই যুবক?
তদন্তের স্বার্থে ওই যুবকের সঙ্গেও কথা বলবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে এক সংবাদমাধ্যমকে ওই যুবক জানান বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না তিনি। তাঁর বিশেষ বন্ধু অনামিকা কেন ঝিলপাড়ে গিয়েছিলেন, বা আদৌ গিয়েছিলেন কি না, সে সম্পর্কে কোনওকিছু তাঁর জানা নেই। তবে পরে এই নিয়ে বিস্তারিত কথা বলতে অস্বীকার করেন তিনি।