
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। বুধবার দ্বিতীয়ার্ধে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। এই মামলায় ফের সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আগামী ২৯ জানুয়ারি এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে জানা যায়, বুধবার আরজি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। এর পর ফের আশায় বুক বেঁধেছিলেন অনেকে। শিয়ালদা আদালতের নির্দেশের পর সুপ্রিম কোর্টের এই হঠাৎ তৎপরতায় তদন্তের গতি বদলে যেতে পারে বলেও আশায় ছিলেন নির্যাতিতার বাবা মা। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হল না। মিলল শুধু ‘তারিখ পে তারিখ’।
বুধবার শুনানির ক্রমতালিকায় ৪২ নম্বরে ছিল আরজি কর মামলা। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা - মা। এদিন নির্যাতিতার আইনজীবী করুণা নন্দী বিচারপতিদের বলেন, শিয়ালদা আদালতের রায়ের পর এই মামলার দ্রুত শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই মামলার আজই শুনানি হোক। জবাবে প্রধান বিচারপতি বলেন, বেলা ২টোর মধ্যে সমস্ত পক্ষ আদালতে হাজির থাকলে তবেই মামলার শুনানি সম্ভব। বেলা ২টোয় আদালতের কাজ শুরু হলে প্রধান বিচারপতি বলেন এই মামলা সংক্রান্ত ৩টি আবেদন আদালতে জমা পড়েছে। এব্যাপারে সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুনানি ২৯ জানুয়ারি।
গত সোমবার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনায় শিয়ালদা আদালত। মঙ্গলবারই দোষীর ফাঁসির সাজার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports