বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CV Ananda Bose: যাদবপুরকাণ্ডের জের, সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে র্যাগিং বিরোধী কমিটি করবেন বোস
পরবর্তী খবর
CV Ananda Bose: যাদবপুরকাণ্ডের জের, সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে র্যাগিং বিরোধী কমিটি করবেন বোস
1 মিনিটে পড়ুন Updated: 11 Aug 2023, 10:44 PM ISTChiranjib Paul
শুক্রবার তিনি যাদবপুর-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককে ডেকে পাঠান। সেখানে এই কমিটি গঠনের বিষয়টি জানান। কমিটির নেতৃত্বে থাকবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তথা কর্নাটক হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে একটি ‘র্যাগিং-বিরোধী কমিটি’ তৈরি করতে উদ্যোগী হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার তিনি যাদবপুর-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককে ডেকে পাঠান। সেখানে এই কমিটি গঠনের বিষয়টি জানান। কমিটির নেতৃত্বে থাকবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তথা কর্নাটক হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়।
রাজ্যপাল জানিয়েছেন, এই কমিটি সমস্ত বিশ্ববিদ্যালয়ের র্যাগিং সম্পর্কিত অভিযোগ শুনবে। র্যাগিং আটকাতে ওই কমিটি নীতি ঠিক করবে।
বৈঠকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)-র প্রেসিডেন্ট অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেন, ‘আচার্য হিসাবে রাজ্যপাল শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলিকেও বৈঠকে ডেকেছিলেন। সেখানে প্রথম বর্ষে ভর্তি হওয়া পড়ুয়াদের র্যাগিং বিষয়ে আলোচনা হয়েছে। তিনি অধ্যাপকদের নিয়ে কমিটি গঠন করতে বলেছেন। রবীন্দ্রভারতীর অন্তর্বর্তিকালীন উপাচার্য এই কমিটির মাথায় থাকবেন।’
তিনি রাজ্যপালকে জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি ‘অ্যান্টি-র্যাগিং স্কোয়াড’ আছে, কমিটিও আছে। কিন্তু কোনও প্রস্তাব এলে তা কার্যকর করবেন কে? উপাচার্য নেই সহ-উপাচার্য নেই। বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী ডিনও নেই। তাই কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তিনি বলে, ‘আমরা এই সমস্যার কথা তাঁকে জানিয়েছি।’
শুক্রবার সকালে যাদবপুরের ঘটনায় অভিযোগ দায়ের করে পুলিশ বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সৌরভের বয়ানে অসঙ্গতি মিলেছে। ২০২২ সালে স্নাতকোত্তর পাস করে গিয়েছিল সৌরভ। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, বুধবার রাত ১০টা ৫ নাগাদ এর যাদবপুরে হোস্টেল থেকে এক পড়ুয়ার ফোন পেয়েছিলেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়। সে ফোন কী বলা হয়েছিল তা নিয়ে রহস্য তৈরি হয়। শুক্রবার ডিন নিজে জানালেন সেদিন ফোনে ওই পড়ুয়ার সঙ্গে তাঁর কী কথপোকথন হয়েছিল। ১২ টা নাগাদ হোস্টেল থেকে ছাত্র পড়ে যাওয়ার খবর পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ছুটে যান বলে জানিয়েছেন ডিন।