
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আনিস খানের বাবার ব্রেনওয়াশ করে দিয়েছে বিরোধীরা। শনিবার এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, অনিসের বাবা সালেম খানের মন্তব্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ রয়েছে।
শুক্রবার রাতে হাওড়ার আমতার দক্ষিণ খাঁ পাড়ায় বাড়ির সামনেই দুষ্কৃতীদের ছুরির আঘাতে রক্তাক্ত হন সলমন খান। আমতার নিহত যুবক আনিস খানের খুড়তুতো ভাই তিনি। আনিস খান হত্যায় অন্যতম সাক্ষী সলমন খান। অভিযোগ, সেজন্যই আক্রান্ত হতে হয়েছে তাঁকে। শুক্রবার রাতে এই ঘটনার পর আনিস খানের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ফের সিবিআই তদন্ত দাবি করেছেন তাঁরা বাবা সালেম খান। ওদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সালেম খানের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন ফিরহাদ বলেন, ‘যদি কোনও অপরাধ হয়ে থাকে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। অপরাধীদের গ্রেফতার করা হবে। এটার পিছনে কে আছে এটা পুলিশ তদন্ত করে খুব তাড়াতাড়ি বের করবে। আনিস বাড়িতে অনেক রাজনৈতিক দলই গিয়েছে। ওনারা যা বলছেন তার পিছনে রাজনৈতিক স্বার্থ আছে। ’
‘ম্যাজিক নম্বর’ ৫২, বুলেটের ট্রেনের রেকর্ড ভেঙে দিল নয়া বন্দে ভারত এক্সপ্রেস!
ফিরহাদের আরও দাবি, ‘পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে। সে কারণেই আনিস খান হত্যা মামলায় আসল অপরাধরা গ্রেফতার হয়েছে। এখন ওর ভাইয়ের উপর আক্রমণের বিষয়টিও পুলিশ তদন্ত করে দেখবে। তবে আনিসের বাবা যেটা বলছেন তাঁর পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। কারণ এতগুলো রাজনৈতিক দল ওনার বাড়িতে গিয়ে ওনার ব্রেন ওয়াশ করে দিয়েছে।’
পালটা বামেদের তরফে বলা হয়েছে, ‘ব্রেন ওয়াশ করতে ফিরহাদরাই সিদ্ধহস্ত। তাই সিঙুরের নিহত তরুণী তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের ব্রেন ওয়াশ করেছিলেন। সেকথা মনোরঞ্জনবাবু নিজে বলেছেন। আদালতেও প্রমাণ হয়ে গিয়েছে। যে যেমন সে সারা দুনিয়াকে তেমনই মনে করবে এতে আশ্চর্যের কী আছে?’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports