ভোটের মরসুম যত এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে রাজ্য ও নির্বাচন কমিশনের টানাপোড়েন। এবার মুখ্যসচিব মনোজ পন্থের পাঠানো তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের প্রস্তাবিত নামের তালিকা একেবারে বাতিল করে দিল কমিশন। নতুন করে তালিকা পাঠাতে বলা হয়েছে নবান্নকে।
আরও পড়ুন: তেজস্বী যাদবের নাম নেই খসড়া ভোটার তালিকায়? অভিযোগ খারিজ ECI, বিজেপির
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও ও যুগ্ম সিইও এই তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। সাধারণত এই ধরনের দায়িত্বপূর্ণ পদে ডব্লিউবিসিএস স্তরের প্রশাসনিক কর্তারা নিযুক্ত হন। সেই অনুযায়ী, রাজ্যের পক্ষ থেকে প্রতি পদের জন্য তিনজন করে মোট নয়জন আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব হিসেবে পাঠানো হয়।
কিন্তু কমিশনের স্পষ্ট বার্তা, এই তালিকা গ্রহণযোগ্য নয়। নয়জনের মধ্যে কোনও এক জনকেও নির্বাচনের দায়িত্বে উপযুক্ত বলে মনে করছে না তারা। ফলে, পুরো প্রক্রিয়া স্থগিত রেখে নবান্নকে বলা হয়েছে নতুন নামের প্যানেল তৈরি করতে। এই ঘটনায় রাজ্য প্রশাসনের অন্দরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে। কারণ, এটি এমন এক সময় ঘটল যখন ইতিমধ্যেই চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। যার মধ্যে রয়েছেন দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারও (ইআরও)। এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য-কমিশন সংঘাত চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, রাজ্য কোনও আধিকারিককে শাস্তি দেবে না। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে। এমনকী, তিনি কমিশনকে কটাক্ষ করে বলেন, ‘অমিত শাহের পুতুল কমিশন হয়ে উঠেছে!’