বিধাননগর ও চিংড়িঘাটার সংযোগকারী রাস্তায় পোস্টার চোখে পড়ে। শুক্রবার সকালে পথ চলতি মানুষের চোখে পড়ে ওই পোস্টার। পোস্টারে বাংলায় লেখা রয়েছে, ‘বিধাননগরের বিধায়ক সুজিত বসুর অনুপ্রেরণায়, বিধাননগরের প্রায় প্রত্যেক কাউন্সিলর আজ ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক।’
বিধাননগরে কাউন্সিলরদের বিরুদ্ধে পোস্টার। নিজস্ব ছবি
পঞ্চায়েত ভোটের আগের দিনই দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল বিধাননগরে। পোস্টারে দাবি করা হয়েছে বিধাননগর পুরসভার অধিকাংশ কাউন্সিলরই দুর্নীতিগ্রস্ত। তাঁদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে পোস্টারে। যদিও কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। আজ শুক্রবার সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় এই পোস্টার চোখে পড়ে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।
এদিন বিধাননগর ও চিংড়িঘাটার সংযোগকারী রাস্তায় পোস্টার চোখে পড়ে। শুক্রবার সকালে পথ চলতি মানুষের চোখে পড়ে ওই পোস্টার। পোস্টারে বাংলায় লেখা রয়েছে, ‘বিধাননগরের বিধায়ক সুজিত বসুর অনুপ্রেরণায়, বিধাননগরের প্রায় প্রত্যেক কাউন্সিলর আজ ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক।’ পোস্টারটিতে সরাসরি বিধাননগরের ৩ জন বর্তমান কাউন্সিলর ও একজন প্রাক্তন কাউন্সিলরের নাম উল্লেখ রয়েছে। পোস্টারটিকে দাবি করা হয়েছে, বিধাননগরের ৩৫, ৩৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের অধিকাংশ নির্মাণই অবৈধ। আর ওই ওয়ার্ডের কাউন্সিলররা সরকারি জমিতে অবৈধ বাড়ি নির্মাণ করে ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক হয়েছেন। পোস্টারটির নিচে লেখা রয়েছে, ‘ধন্যবাদান্তে বিধাননগর সচেতন নাগরিকবৃন্দ।’ তবে এখনও পর্যন্ত এরকম কোনও সংগঠনের হদিস পাওয়া যায়নি। ফলে কারা এবং কখন এই পোস্টার লাগালো তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।