আগামী শুক্রবার দমদমে মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিল রেলমন্ত্রক। তবে রেলের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী নীতিগত কারণে অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছু রাজনৈতিক ও প্রাসঙ্গিক কারণেই এই উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মোদী-মমতা একসঙ্গে উদ্বোধন করবেন কলকাতা মেট্রোর ৩ রুটের? 'ইতিহাস' দেখবে বাংলা?
সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাংলাভাষী মানুষদের নিয়ে যে ‘ভাষাসন্ত্রাস’ চলছে, তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক মঞ্চে বসতে নারাজ। তাঁর বক্তব্য, বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি এখন ভাষাগত আক্রমণ চলছে। বাংলায় কথা বললেই মানুষকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দ্বিতীয়ত, দমদম মেট্রো রুট-সহ একাধিক রেল প্রকল্প বাস্তবে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকার সময়। বরাদ্দ অর্থ, পরিকল্পনা সবই হয়েছিল তাঁর উদ্যোগে। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ গড়িমসি করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। আর এখন ভোটের আগে সেই অসমাপ্ত প্রকল্প উদ্বোধন করে রাজনৈতিক কৃতিত্ব নিতে চাইছে বিজেপি। ফলে মুখ্যমন্ত্রী মনে করছেন, তাঁর সময়ে শুরু হওয়া কাজের সাফল্য অন্য দলের নামে তুলে দেওয়া হচ্ছে।