
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলেরই শওকত মোল্লা গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চরম উত্তেজনা ছড়ায় ভাঙড়ের হাতিশালা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নামে ব়্যাফ। কোনও ক্রমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়েন আরাবুল।
বুধবার ১ জানুয়ারি গোটা রাজ্যে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে দলের পতাকা উত্তোলন করছেন দলের নেতা কর্মীরা। এদিন সকালে ভাঙড়ে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করার কথা ছিল আরাবুল ইসলামের। প্রথমে ভগবানপুর এলাকায় পতাকা উত্তোলন করেন তিনি। এর পর তিনি যান হাতিশালা লাগোয়া ওয়াড়ি গ্রামে। সেখানে পতাকা উত্তোলনের পরেই উত্তেজনা ছড়ায়।
অভিযোগ শওকত মোল্লার কর্মীরা আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের ওপর বাঁশ - লাঠি নিয়ে হামলা চালায়। ছোড়া হয় ইঁট - পাথর। আরাবুলের গাড়ি লক্ষ্য করেও উড়ে আসে ইঁট। অনুগামীরা কোনওক্রমে আড়াল করে আরাবুলকে গাড়িতে তুলে এলাকা থেকে বার করে দেন। এরই মধ্যে আরাবুলের উত্তোলন করা পতাকা ছিঁড়ে ফেলে হামলাকারীরা। খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছয় পুলিশ ও ব়্যাফ বাহিনী। লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
এলাকা ছাড়ার সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আরাবুলকে কার্যত বিধ্বস্ত দেখায়। তিনি বলেন, ‘আজ দলের প্রতিষ্ঠা দিবস। আজ কিছু বলব না। যা পারে করুক।’
৳7,777 IPL 2025 Sports Bonus