২০২৬-এর আগে সাংগঠনিক রদবদলের পথে নামল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ক্যামাক স্ট্রিটের দফতরে পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্ব, বিধায়ক এবং একাধিক সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ব্লক ও টাউন স্তরে নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দলীয় কর্মপদ্ধতির খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি।
আরও পড়ুন: সকালেই হাইকোর্টে হাজির অভিষেক, কোন মামলায় আদালতে যেতে হল সাংসদকে
সূত্রের খবর, বৈঠকটি দুই পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে ছিলেন পূর্ব বর্ধমানের আট বিধায়ক ও সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বশীলরা। দ্বিতীয় দফায় যোগ দেন বাকি আট বিধায়ক। প্রতিটি ব্লক ও শহর এলাকায় সভাপতি পদে কারা দায়িত্বে থাকবেন, এ নিয়ে সবার মতামত শোনেন অভিষেক। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার থেকে শুরু করে শাখা সংগঠনের অন্যান্য সভাপতিদেরও মতামত জানতে চান তিনি।
২০২১ সালের বিধানসভা ভোটে দুই বর্ধমানেই সব আসনে জয় পেয়েছিল তৃণমূল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কিছু এলাকায় বিজেপির কাছে পিছিয়ে পড়ে দল। সেই অভিজ্ঞতাই সামনে রেখে অভিষেকের বার্তা স্পষ্ট, কাজে ঢিলেমি নয়, বিধানসভার আগে ঘাটতি মেরামত করতেই হবে। এজন্য ব্লক, টাউন নেতৃত্ব থেকে শুরু করে পুরসভা স্তর পর্যন্ত সব পদে কর্মদক্ষতার ভিত্তিতে রদবদল হবে।