বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি নন্দীগ্রামকে এবার আলাদা করে গুরুত্ব দিতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নন্দীগ্রাম নিয়ে বিশেষ বৈঠক করবেন তিনি। যদিও কবে সেই বৈঠক হবে তা এদিন খোলসা করেননি অভিষেক। তৃণমূল সূত্রের মতে, নন্দীগ্রামের ব্লক ও অঞ্চল স্তরের নেতাদের পাশাপাশি জেলার সভাপতি, চেয়ারম্যান এবং শীর্ষ নেতৃত্বকে ডেকে পাঠানো হতে পারে বৈঠকে।
আরও পড়ুন: জেলা নেতাদের সঙ্গে ফের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর তমলুক সংগঠনে
এই ঘোষণা ঘিরেই জোর জল্পনা রাজনৈতিক মহলে। কারণ, এতদিন অভিষেক সাংগঠনিক জেলাভিত্তিক বৈঠক করলেও কোনও নির্দিষ্ট বিধানসভা এলাকাকে আলাদা করে আলোকপাত করেননি। নন্দীগ্রামের জন্য ব্যতিক্রম করা মানেই, শুভেন্দু অধিকারীর দুর্গ ভাঙতে দল বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে। এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে আসা শুভেন্দুর উত্থান ঘটে নন্দীগ্রাম থেকেই । পরে দলবদল করে বিজেপিতে গিয়ে ২০২১-এর বিধানসভা ভোটে এই আসন থেকেই মমতাকে হারিয়েই তিনি জাতীয় রাজনীতিরও শিরোনামে উঠে আসেন। সেই থেকেই নন্দীগ্রাম বাংলার রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্র। শুধু বিধানসভা নয়, ২০২৩-এর পঞ্চায়েত থেকে ২০২৪-এর লোকসভা সব ভোটেই শুভেন্দু নিজের জমি ধরে রেখেছেন। ফলে ২০২৬-এর আগে এই আসনকে ঘিরে তৃণমূলের আলাদা প্রস্তুতি স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে।