বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন আইনজীবী অরুণাভ ঘোষ। সোমবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ অভিযোগ করেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সূচি মেনে মামলার শুনানি হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
বেশ কিছু দিন ধরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস নিয়ে নানা অভিযোগ জানাচ্ছেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ। এই নিয়ে এজলাসের মধ্যে ২ জনের কঠোর বাক্যবিনিময়ও হয়েছে। মাঝে বিষয়টি কিছুটা থিতিয়ে গেলেও সম্প্রতি ফের তা নিয়ে শোরগোল শুরু হয়। সম্প্রতি অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের টেট পাশ না করে চাকরি পাওয়ার অভিযোগে আদালতে অতিরিক্ত হলফনামা পেশ করে মামলাকারীরা। সেই হলফনামার ভিত্তিতে পরদিনই অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাজিরার দিন কেষ্ট মণ্ডলের আত্মীয়দের হয়ে সওয়াল করেন অরুণাভ ঘোষ। এর পর বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, অতিরিক্ত হলফনামা গ্রহণযোগ্য নয়। আলাদা মামলা করতে হবে। ফলে আদালতে এসেও হাজিরা দিতে হয়নি অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলসহ অন্য আত্মীয়দের। সেদিনও বিচারপতির সঙ্গে অরুণাভবাবুর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
দীর্ঘদিন পর ফের মমতার মুখে পার্থর নাম! কী বললেন প্রাক্তন সতীর্থকে নিয়ে?