কলকাতা জুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি এখন চরমে। মণ্ডপ তৈরির তোড়জোড় থেকে শুরু করে আলোর সাজ সবেতেই উৎসবের আমেজ। তবে এই আবহে পুজোর নামে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে, সেই দিকে নজর দিচ্ছে লালবাজার। পুলিশের সদর দফতর থেকে ইতিমধ্যেই সব ট্র্যাফিক গার্ড ও থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোনওভাবেই রাস্তা আটকে বা গাড়ি থামিয়ে চাঁদা তোলা যাবে না। অভিযোগ পেলে তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে আইনি পদক্ষেপও নিতে হবে।
আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে দুর্গোৎসবে রাজ্যে আসছেন শাহ, উদ্বোধন করবেন একাধিক পুজোর
পুলিশ সূত্রে খবর, শহরের একাধিক অঞ্চলে এ বছরও রাস্তা আটকে টাকা তোলার অভিযোগ জমা পড়েছে। পাইকপাড়া, কসবা, চিড়িয়ামোড়, বড়বাজার এবং শিয়ালদহ এলাকায় অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি। ব্যবসায়ী থেকে সাধারণ পথচারী অনেককে নাকি বাধ্য হয়ে চাঁদা দিতে হয়েছে। এই ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে নিয়ে কড়া অবস্থান নিয়েছে লালবাজার। এক পুলিশ আধিকারিক জানান, শহরের চলাচল যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎসবের নামে কোনও চাপ সৃষ্টি করে টাকা তোলার ঘটনা হলে আমরা কড়া ব্যবস্থা নেব। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাস্তা দখল করে মণ্ডপ বানাতে চাইলে প্রশাসনের অনুমতি অপরিহার্য। অনুমতি ছাড়া কোনও কাঠামো তোলা হলে তা ভেঙে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।