শহরের কোন রাস্তা কার অধীনে, সেই প্রশ্ন দীর্ঘদিন ধরেই নাগরিকদের মনে ধন্দ তৈরি করেছিল। রাস্তার অবস্থা খারাপ হলে কার কাছে অভিযোগ জানাতে হবে, পুরসভা না জনকল্যাণ দফতরে। এ নিয়েই বারবার সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অবশেষে সেই জট কাটাতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।
আরও পড়ুন: কলকাতায় জলযন্ত্রণা রুখতে ৩৮টি অঞ্চলে পুরসভার বিশেষ নজর, মোতায়েন মেশিন, কর্মী
শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই প্রসঙ্গেই সরব হন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি জানান, শহরে বহু রাস্তার নাম থাকলেও কোন সংস্থা সেই রাস্তা তৈরি করেছে বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, সে বিষয়ে মানুষ প্রায় কিছুই জানেন না। এর ফলে রাস্তা বেহাল হয়ে গেলে অভিযোগের জায়গা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এই প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান, নাগরিকদের সুবিধার জন্য নতুন ব্যবস্থা চালু করছে পুরসভা। তাঁর কথায়, যে সংস্থা রাস্তা তৈরি করেছে, সেই নাম স্পষ্ট করে বোর্ডে লিখে দেওয়া হবে। ডিসপ্লে বোর্ড বা হোর্ডিং বসানো হবে প্রতিটি রাস্তায়, যাতে সবাই বুঝতে পারেন কোন দফতর রক্ষণাবেক্ষণের দায়িত্বে। মেয়রের দাবি, ইতিমধ্যেই কয়েকটি রাস্তায় পরীক্ষামূলকভাবে এই বোর্ড বসানো হয়েছে। এখনও কিছু জায়গায় কাজ বাকি থাকলেও ধাপে ধাপে গোটা শহরকে এই ব্যবস্থার আওতায় আনা হবে। ফিরহাদের মতে, আগে রাস্তা ভাঙা থাকলে কেউ বলতেন এটা পুরসভার দায়িত্ব, কেউ আবার জনকল্যাণ দফতর বা অন্য সংস্থার নাম করতেন। নতুন পদক্ষেপে এই বিভ্রান্তি অনেকটাই দূর হবে।