টানা বর্ষণে বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছে কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। এবার এই সড়ক নিয়ে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, শীঘ্রই উচ্চ পর্যায়ের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ১০ নম্বর জাতীয় সড়ক পরিদর্শনে আসবে। এই সড়ক শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংকে সংযুক্ত করে। তাই এখানকার পরিস্থিতি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন,: ধসের জেরে ফের অচল ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত সিকিম-কালিম্পংয়ে যোগাযোগ ব্যবস্থা
রাজু বিস্তা জানান, তিনি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করে ১০ নম্বর জাতীয় সড়কের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে শিলিগুড়ি থেকে সেবকে করোনেশন ব্রিজ ও চিত্রে পর্যন্ত রাস্তার অবস্থা উদ্বেগজনক। মন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান এবং দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। বিস্তা জানিয়েছেন, উচ্চ পর্যায়ের দল রাস্তার স্থায়ী সমস্যার সমাধান করবে। তারা রাস্তার পুনর্নির্মাণ, উন্নত হাইওয়ে করিডোর, ভায়াডাক্ট এবং টানেলসহ সব বিকল্প পদ্ধতি পরীক্ষা করবে। এছাড়া একজন প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শদাতা নিয়োগের কথাও বলা হয়েছে।
গত বছর ডিসেম্বর থেকে জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ এই মহাসড়কের রক্ষণাবেক্ষণ কাজ চালাচ্ছে। কিন্তু ভূমিধস ও গর্তের কারণে রাস্তা বহুবার বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে সেবক থেকে চিত্রে পর্যন্ত ৩০ কিলোমিটার অংশে বেশি সমস্যা হচ্ছে। এর ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিম যাতায়াত সমস্যা হচ্ছে।