নির্বাচন কমিশনের হুঁশিয়ারিতে আংশিকভাবে মাথা নোয়াল পশ্চিমবঙ্গ সরকার। ভোটার তালিকায় হস্তক্ষেপের অভিযোগে রাজ্য সরকারের চার অফিসারকে সাসপেন্ড করে দিল নবান্ন। তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তও করা হবে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কমিশন এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল, তা করা হয়নি। আপাতত সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে না বলে নবান্ন সূত্রের খবর। সেই পরিস্থিতিতে কমিশনের তরফে কোনও পদক্ষেপ করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। আপাতত বিষয়টি নিয়ে কমিশনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
রাজ্যের ৪ অফিসারকে সাসপেন্ডের নির্দেশ
আসলে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগের জেরে চার সরকারি অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল কমিশন। দু'জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং দু'জন সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে (এইআরও) সাসপেন্ড করে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে আবার দু'জন ডব্লুবিসিএস অফিসারও ছিলেন।
আরও পড়ুন: এক মেট্রোতেই শহিদ ক্ষুদিরাম থেকে কলকাতা এয়ারপোর্ট! চলছে পরিকল্পনা, কতগুলি চলবে?
যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল উষ্মাপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশ মতো ওই চার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। নবান্নের তরফে শুধু জানানো হয়েছিল, নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এক এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে। অন্য অফিসারদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে রাজ্য সরকার। তারপর করা হবে পদক্ষেপ।
কমিশনের কড়া বার্তা নবান্নকে
রাজ্যের সেই বার্তার পরই মুখ্যসচিবকে দিল্লিতে তলব করে কমিশন। কমিশনের তরফে প্রশ্ন করা হয়েঠিল যে তাদের নির্দেশ মানতে অসুবিধা কোথায় রাজ্যের? কমিশনের এক্তিয়ারের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে। তারপর কমিশনের নির্দেশ কার্যকর করতে সাতদিন বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই সময়সীমা শেষ হওয়ার দিনে আংশিকভাবে নির্দেশ মানল রাজ্য সরকার।
রাজ্যের ৭ আইপিএস অফিসারের বদলি
তারইমধ্যে সাত আইপিএস অফিসারের বদলি করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যের পুলিশ-প্রশাসনে যেমন রুটিন বদলি হয়ে থাকে, সেরকমভাবেই ডায়মন্ড হারবারের দুই শীর্ষ পুলিশকর্তা-সহ মোট সাত আইপিএস অফিসারের বদলি করা হয়েছে।
১) পুজোর আগে কালিম্পঙের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে শ্রীহরি পান্ডেকে ইনটেলিজেন্স ব্র্যাঞ্চের (আইবি) সিনিয়র সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁর পরিবর্তে কালিম্পঙের পুলিশ সুপার হয়েছেন অপরাজিতা রাই।
আরও পড়ুন: হুমকির মুখে চুপ থাকবেন না, পালটা মারুন! ট্রাম্প শুল্ক চাপাতেই ভারতকে উপদেশ চিনের
২) আবার ডায়মন্ড হারবারের নয়া পুলিশ সুপার হলেন বিশপ সরকার। যিনি আগে হাওড়ার (উত্তর) ডেপুটি কমিশনার পদে ছিলেন। এতদিন ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের পদে থাকা রাহুল গোস্বামীকে সরিয়ে ডাবগ্রামের র্যাফ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার করা হয়েছে।
৩) ডায়মন্ড হারবারের আরও এক আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে ছিলেন অম্লান কুসুম ঘোষ। তাঁকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক) করা হয়েছে। উল্লেখ্য, ডায়মন্ড হারবার হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক। তিনি ডায়মন্ড হারবারের সাংসদও বটে।
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার তাণ্ডব! শুক্রে ভারী বৃষ্টি হবে ১০ জেলায়, কবে থেকে কমবে?
৪) শিলিগুড়ি পুলিশ কমিশনার ডিসি (ট্র্যাফিক) বিশ্বচাঁদ ঠাকুরকে হাওড়া পুলিশ কমিশনারের ডিসি (উত্তর) পদে আনা হয়েছে।
৫) শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক) করা হয়েছএ কাজি সামসুদ্দিন আহমেদকে। তিনি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর দশম ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডাট ছিলেন।