আগামী নভেম্বর মাস থেকে রাজ্যজুড়ে ২০২৫-২৬ খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ শুরু করতে চলেছে সরকার। কৃষকদের আরও বড় সংখ্যায় এই প্রক্রিয়ায় যুক্ত করতে ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং ধান কেনার সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি সংস্থাকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।
আরও পড়ুন: সহায়ক মূল্যে ধান কেনা শুরু, কুইন্টাল প্রতি কত বাদ যাবে? সিদ্ধান্ত নেবে দফতর
খাদ্য দফতরের উদ্যোগে সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং দফতরের শীর্ষ কর্তারা। জেলা শাসক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনায় নতুন মরশুমে ধান সংগ্রহের কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশ দেওয়া হয়।
গত ২০২৪-২৫ খরিফ মরশুমে রাজ্যে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ হয়েছিল ৫৬ লক্ষ ৩৩ হাজার টন। এর মধ্যে উৎপাদিত চালের ৯২ শতাংশ সরকারি গুদামে মজুত করা গিয়েছিল। নতুন মরশুমে আরও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, ৬৭ লক্ষ টন ধান সংগ্রহ।
২০২৩-২৪ খরিফ মরশুমে যেখানে প্রায় ১২ লক্ষ ৯৯ হাজার কৃষক নথিভুক্ত হয়েছিলেন, সেখানে ২০২৪-২৫ মরশুমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ লক্ষ ৪৫ হাজার। এবার এই সংখ্যাকে আরও বাড়াতে মাঠপর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।