আরজি কর আবহে গত কয়েক মাস ধরে রাজ্যে কিছুটা হলেও চাপে আছে শাসকদল। অন্তত বিরোধীরা তেমনটাই দাবি করছে। এই আবহে রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলির মধ্য়ে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে। এই আবহে প্রেস্টিজ ফাইটে অবশ্য তৃণমূল ৬-০ করেছে।
WB By-Election Result: মাদারিহাটে তৃণমূল ২৮,১৬৮ ভোটে জিতেছে
মাদারিহাটে তৃণমূল ২৮,১৬৮ ভোটে জিতেছে। তাদের ভোটের শতাংশ ৫৪.০৫ শতাংশ।
WB By-Election Result: সিতাই কেন্দ্রে তৃণমূল ১,৩০,৬৩৬ ভোটে জিতেছে
কোচবিহারে সিতাই কেন্দ্রে তৃণমূল ১,৩০,৬৩৬ ভোটে জিতেছে। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোটের শতাংশ হল ৭৬.০৮ শতাংশ।
WB By-Election Result: মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে ৩৩,৯৩৬ ভোটে
মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে ৩৩,৯৩৬ ভোটে। তাদের প্রাপ্ত ভোটের শতাংশ ৫৩.৪৪ শতাংশ।
WB By-Election Result: হাড়োয়া কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে ১,৩১,৩৮৮ ভোটে
হাড়োয়া কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে ১,৩১,৩৮৮ ভোটে। সব মিলিয়ে তৃণমূল ৭৬.৬৩ শতাংশ ভোট পেয়েছে।
WB By-Election Result: তালড্যাংরা কেন্দ্রে তৃণমূল জয়ে পেয়েছে ৩৪,০৮২ ভোটে
তালড্যাংরা কেন্দ্রে তৃণমূল জয়ে পেয়েছে ৩৪,০৮২ ভোটে। শতাংশের হিসাবে তৃণমূল পেয়েছে ৫২.০৭ শতাংশ।
WB By-Election Result: নৈহাটি কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে ৪৯,২৭৭টি ভোটে
নৈহাটি কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছে ৪৯,২৭৭টি ভোটে। এই আসনে প্রাপ্ত ভোট হল ৬২.৯৭ শতাংশ।
Suvendu on WB By-Election Result: 'এই ফলাফল কোনও বিপর্যয় নয়, আমরা চিন্তিত নই'
ঘাটালে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এই ফলাফল কোনও বিপর্যয় নয়। বাংলাতে উপনির্বাচন হয় না। কিছুদিন আগে ধুপগুড়িতে আমাদের জেতা আসনে হারিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছেন সেখানে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।’
Mamata on By-Election Result: 'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফল নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা।’
Sitai BJP Candidate Reaction: 'ফল যা হওয়ার তাই হয়েছে', বললেন বিজেপি প্রার্থী
সিতাই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভের পর ভোটকেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী দীপক রায়। তাঁকে সামনে পেয়ে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, 'ফল যা হওয়ার তাই হয়েছে। এখানে আশা বা নিরাশার কিছু নেই। ফলাফল আগেই ঠিক হয়ে গিয়েছিল। নতুন করে… এটা নিয়ে এখন আর কী বলব।'
Nihati Assembly Election Result: 'এখন আরও দায়িত্ব বাড়ল', বললেন জয়ী সনৎ দে
নৈহাটিতে জয়ের পর তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, 'এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।'
Madarihat Assembly Election: মাদারিহাটে প্রথমবার জয় তৃণমূলের
মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০হাজারের বেশি ভোটে জয়ী। এর আগে লাগাতার এই আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি। লোকসভা ভোটেও এই আসনে এগিয়ে ছিল মাদারিহাটে।
Sitai By-Election Result: সিতাইয়ে ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল
কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে দ্বাদশ রাউন্ড শেষে ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।
নৈহাটিতে ৪৮৯১০ ভোটে জয়ী তৃণমূলের সনৎ দে
নৈহাটিতে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৮৯১০ ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।
Medinipur By-Election Result: মেদিনীপুর দশম রাউন্ডের গণনা শেষ
মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ২২ হাজার ৪১৭ ভোটে। এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭৪ হাজার ৬৭৩ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৫২ হাজার ২৫৬ ভোট। সিপিআই প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৪৭৩ ভোট। কংগ্রেস প্রার্থীর ঝুলিতে গিয়েছে ১ হাজার ৬৬৩ ভোট।
Sitai By Election Result: সিতাইয়ে শুরু তৃণমূলের উল্লাস
সিতাইয়ে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের উল্লাস। বাজি ফাটিয়ে সবুজ আবির খেলে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। উপস্থিত তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
WB By-Election Result: উপনির্বাচনে এমনই ফলাফল হয়, বললেন সুকান্ত
উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘উপনির্বাচনে ফলাফল নিয়ে রেজাল্ট আসুক, এত তাড়াতাড়ি মন্তব্য ঠিক নয়। উপনির্বাচনে যেমন ফলাফল হয় তেমনি হচ্ছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করবে। অন্যদিকে বাংলার এই ফলাফল ব্যাতিক্রম নয়, উপনির্বাচনে এমনই ফলাফল হয়। তবে ২৬-এ বিজেপি সরকার গঠন করবে। কালিয়াগঞ্জের উপনির্বাচন হেরেও জিতেছি, ২৪-এ লোকসভায় জিতেছি। ২৬-এও জিতব। মানুষকে বোকা বানাতে, বোকা বোকা কথা বলছেন মুখ্যমন্ত্রী।’
সিতাইয়ে তৃণমূলের লিড বেড়ে ৮৪ হাজার
কোচবিহারের সিতাইয়ে অষ্টম রাউন্ড শেষে ৮৪,০৫৪ ভোটে এগিয়ে তৃনমুল কংগ্রেস প্রার্থী।
মেদিনীপুরে কত লিড বাড়ল তৃণমূলের?
মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা চতুর্থ রাউন্ড শেষে ১১হাজার ৩৯৮ভোটে এগিয়ে।
তালড্যাংরায় ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল প্রার্থী দ্বিতীয় রাউন্ড শেষে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে।
বিজেপির থেকে মাদারিহাট ছিনিয়ে নেওয়ার পথে তৃণমূল
মাদারিহাটে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ১৭৯৭৮ ভোটে এগিয়ে। এর আগে এই আসনটি বিজেপির দখলে ছিল।
সিতাইয়ে ৭৪,৬৯৯ ভোটে এগিয়ে তৃণমূল
কোচবিহারের সিতাইয়ে সপ্তম রাউন্ড শেষে ৭৪,৬৯৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
হাড়োয়ায় ৪১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
হাড়োয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাবিউল ইসলাম চতুর্থ রাউন্ড শেষে ৪১ হাজারের বেশি ভোটে এগিয়ে।
হাড়োয়ায় মাত্র ৮৫৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে বিজেপি
হাড়োয়ায় তৃতীয় রাউন্ডে ৩৩৯৪১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৩৭৪৮০ ভোটে। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ৩৫৩৯ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে বিজেপি ৮৫৬টি ভোট পেয়েছে। এবং কংগ্রেস এখনও পর্যন্ত ৪০৩টি।
সিতাই নিয়ে কী বলছেন প্রাক্তন বিধায়ক জগদীশ?
কোচবিহারের সাংসদ তথা সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বললেন, 'বড় ব্যবধানে জিতব বলেই আশা করছি।'
সিতাইয়ে পাঁচ রাউন্ডেই ৫১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল
সিতাইয়ে পঞ্চম রাউন্ডের গণনা শেষে ৫১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। কোচবিহারের জেলার এই আসনে এখনও পর্যন্ত তৃণমূল পেয়েছে ৭৩ হাজার ৪৫২ ভোটে। দ্বিতীয় স্থানে এই আসনে বিজেপি পেয়েছে মাত্র ১২ হাজার ৯৫৯ ভোট।
মেদিনীপুরেও ঘাসফুল ফুটতে চলেছে
মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তৃতীয় রাউন্ড শেষে ৮হাজার ৯০০ ভোটে এগিয়ে।
হাড়োয়ায় ভোটের ব্যবধান বাড়াচ্ছেন রবিউল
হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম দ্বিতীয় রাউন্ড শেষে ২৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।
তালড্যাংরায় ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল প্রার্থী তৃতীয় রাউন্ড শেষে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে।
মাদারিহাটে কত রাউন্ড গণনা হল?
মাদারিহাটে তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে।
মেদিনীপুরে কতটা এগিয়ে গেল তৃণমূল?
মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা দ্বিতীয় রাউন্ড শেষে ৫হাজার ৮৩৬ ভোটে এগিয়ে।
স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা: দেবাংশু
উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই বিরোধীদের তোপ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, 'স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা… ৬/৬'
৪ রাউন্ড গণনা বাকি, নৈহাটিতে তৃণমূল এগিয়ে ২৯ হাজার ভোটে
নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ২৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। এই কেন্দ্রে আর ৪ রাউন্ড গণনা বাকি।
সবুজ আবির উড়িয়ে উল্লাস শুরু তৃণমূল কর্মীদের
নৈহাটিতে পঞ্চম রাউন্ড শেষেই সবুজ আবির উড়িয়ে উল্লাস শুরু হয়ে গিয়েছে শাসকদলের। এই কেন্দ্রে ১০ রাউন্ড গণনা হবে। তবে ৫ রাউন্ড শেষেই এখানে ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে টিএমসির সনৎ দে।
তালড্যাংরায় ৩৭০০ ভোটে এগিয়ে গিয়েছে TMC
বাঁকুড়া তালড্যাংরায় তৃণমূল প্রার্থী দ্বিতীয় রাউন্ড শেষে ৩ হাজার ৭০০ ভোটে এগিয়ে।
মেদিনীপুরে কত ভোটে এগিয়ে তৃণমূল?
মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তৃতীয় রাউন্ড শেষে ৮হাজার ৯০০ ভোটে এগিয়ে।
মাদারিহাটে কত 'লিড' নিল তৃণমূল?
মাদারিহাটে দ্বিতীয় রাউন্ডের শেষে ৯৯৩৪ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
মাদারিহাটে দলীয় প্রার্থী পিছিয়ে পড়লেও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী টিগ্গা
মাদারিহাট উপনির্বাচন নিয়ে মুখ খুললেন আলিপুরদুয়ারের সাংসদ তথা মাদারিহাটের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গি। তিনি আজ ভোট গণনা শুরু হতেই বললেন, 'মাদারিহাটের মানুষ চিরকালই মোদীজির ওপরে ভরসা রেখেছেন। এর আগে দু'বার আমরা জিতেছি। এখানে লোকসভা নির্বাচনেও আমি এগিয়ে ছিলাম। এবারও আরমাই এখানে জিতব বলে আমি আশাবাদী।'
নৈহাটিতে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, টপকে গেল আগের 'লিড'
নৈহাটিতে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের সনৎ দে। আগের বারের ব্যবধানকে ইতিমধ্যেই টপকে গেলেন তিনি। উল্লেখ্য, নৈহাটিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। তিনি প্রায় ১৯ হাজার ভোটে সেবার হারিয়েছিলেন বিজেপির ফাল্গুনি পাত্রকে। আর এবছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ব্যাাকপুরের অন্তর্গত নৈহাটি আসনে বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূলই।
নৈহাটি, হাড়োয়ায় ক্রমেই 'লিড' বাড়াচ্ছে তৃণমূল
নৈহাটিতে ৫ রাউন্ড শেষে ২৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূলের সনৎ দে। এই আবহে গণনাকেন্দ্রের ভিতরেই 'জয় বাংলা' স্লোগান উঠেছে। হাড়োয়াতে তৃণমূলের রবিউল ব্যবাধান বাড়িয়ে ২২ হাজারের 'লিড' নিয়েছেন।
উত্তরেও ‘সাফ’ বিজেপি?
মাদািহাটে তৃণমূল ১০ হাজারেও বেশি ভোটে এগিয়ে গেলেন দ্বিতীয় রাউন্ড গণনা শেষে। এদিকে সিতাইয়ে তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে গিয়েছে ৪০ হাজারেও বেশি ভোটে।
সিতাইয়ে দ্বিতীয় রাউন্ড শেষেই ২৯ হাজারেরও বেশি ভোটে TMC
মাদারিহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী ৫২৭৩ ভোটে এগিয়ে। কোচবিহারের সিতাই কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডে শেষে প্রায় ২৯০০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তালড্যাংরার তৃণমূল প্রার্থী
বাঁকুড়াযর তালড্যাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু প্রথম রাউন্ডের গণনার শেষে ৩ হাজারের এর বেশি কিছু ভোটে এগিয়ে আছেন।
মেদিনীপুরে তৃণমূল কত ভোটে এগিয়ে?
মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, প্রথম রাউন্ড শেষে পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।
তালড্যাংরায় শুরু তৃণমূলের বাইক ব়্যালি!
তালড্যাংরায় প্রাথমিক ভাবে এগিয়ে যেতেই তৃণমূল মর্থকরা বাইক ব়্যালি শুরু করে দিয়েছেন বলে দাবি করা হল।
হাড়োয়ায় মাত্র ৬৫১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে আইএসএফ
হাড়োয়ায় মাত্র ৬৫১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী।
নৈহাটিতে ৩ রাউন্ড গণনা শেষ
নৈহাটিতে তিন রাউন্ড শেষে ৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সনৎ দে। এখনও পর্যন্ত নৈহাটির যে তিন রাউন্ড গণনা হয়েছে, তাতে দুই পঞ্চায়েত এলাকা এবং নৈহাটি পুরসভার কিছুটা অংশের ভোট গোনা হয়েছে।
সিতাইয়ে প্রথম রাউন্ডেই ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল
সিতাইয়ে লক্ষাধিক ভোটে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই আসনে প্রথম রাউন্ডেই ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে টিএমসি প্রার্থী সঙ্গীতা রায়।
মাদারিহাটেও এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস
মাদারিহাট আসনেও এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। বিগত কয়েকটি নির্বাচনের কোনওটিতেই এখানে দাঁত ফোটাতে পারেনি ঘাসফুল শিবির। এমনকী ২০২৪ সালের লোকসভা ভোটেও এই সেগমেন্টে এগিয়ে ছিল বিজেপি। তবে জেলার রাজনীতিতে বিজেপি বিভাজিত হওয়ায় সেই ফায়দা তুলতে সচেষ্ট হয়েছিল তৃণমূল। এই আবহে প্রথম রাউন্ড শেষেই ৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস।
নৈহাটিতে ব্যবধান বাড়াল তৃণমূল
নৈহাটি দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে ৮৮৫৩ ভোটে এগিয়ে গিয়েছে।
তালড্যাংরা কেন্দ্রে এগিয়ে তৃণমূল
তালড্যাংরা কেন্দ্রে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। এদিকে হাড়োয়ায় প্রথম রাউন্ড গণনা শেষে আইএসএফের থেকে ৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
হাড়োয়ায় দ্বিতীয় স্থানের লড়াইতে এগিয়ে গেল কে?
হাড়োয়া কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম।
নৈহাটিতে ৪৭২২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস
নৈহাটিতে পোস্টাল ব্যালট এবং প্রথম রউন্ডের ইভিএমের ভোট গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে ৪৭২২ ভোটে এগিয়ে গিয়েছে।
হাড়োয়ায় পোস্টাল ব্যালটে এগিয়ে গেল তৃণমূল
হাড়োয়ায় পোস্টাল ব্যালটে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম। খুব শীঘ্রই ইভিএম গণনা শুরু হবে এই আসনে।
নৈহাটিতে ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সনৎ
নৈহাটি আসনে ইভিএমের প্রথম রাউন্ডেই ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে।
মেদিনীপুরে ২ রাউন্ডে গণনা হবে পোস্টাল ব্যালট
মেদিনীপুর বিধাসভা কন্দ্রে ২ রাউন্ডে গণনা হবে পোস্টাল ব্যালট। উপনির্বাচনে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসন মিলিয়ে ১৭৬৭টি পোস্টাল ব্যালট ভোট পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের দফতরের থেকে।
নৈহাটিতে এগিয়ে তৃণমূল
শুরু হয়েছে গণনা। নৈহাটি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।
পশ্চিমবঙ্গে কত পোস্টাল ব্যালট ভোট পড়েছে?
উপনির্বাচনে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসন মিলিয়ে ১৭৬৭টি পোস্টাল ব্যালট ভোট পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের দফতরের থেকে।
নৈহাটি স্তব্ধ করে দেওয়ার দাবি বিজেপি প্রার্থীর
নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্রের বক্তব্য, ভোটে তারা যা করেছে, করেছে। আজ কিছু না করলে, জয় হবে মানুষের। এই খেলায় পুলিশ কতটা তাদের সাথে আছে, তা দেখতে হবে। কিছু হলে নৈহাটি স্তব্ধ হবে। এদিকে তৃণমূল প্রার্থী বলেছেন, বিজেপি প্রার্থীর কাছে আমার নম্বর আছে, তাঁকে বলব আমাকে ফোন করতে।
সন্ত্রাসের অভিযোগ হাড়োয়া, অস্বীকার তৃণমূলের
হাড়োয়ার বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট গণনার আগের রাত থেকেই সন্ত্রাসের আবহাওয়া এলাকায়। যদিও তৃণমূল প্রার্থীর ইলেকশন এজেন্ট সেই সব অভিযোগ উড়িয়ে দেন।
গণনা কেন্দ্রে প্রার্থী, এজেন্টরা
ভোট গণনা শুরু হলে বলে। বিভিন্ন জায়গায় গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রবেশ করেছে কাউন্টিং এজেন্টরাও।
মেদিনীপুর এবং তালড্যাংরা বিধানসভা আসনে কত রাউন্ড গণনা?
মেদিনীপুর এবং তালড্যাংরা বিধানসভা আসনে কত রাউন্ড গণনা? মেদিনীপুর আসনে ১৭টি রাউন্ড ভোট গণনা হবে। তালড্যাংরা বিধানসভা আসনে ১১ রাউন্ড গণনা করা হবে।
উত্তরবঙ্গের দুই আসনে কত রাউন্ড গণনা হবে?
উত্তরবঙ্গের দুই আসনে কত রাউন্ড গণনা হবে? সিতাই বিধানসভা আসনে ১২ রাউন্ড ভোট গণনা হবে। মাদারিহাটে ৯ রাউন্ড গণনা হবে।
অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না
গণনাকেন্দ্রে একমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। গণনাকেন্দ্রের ভিতরে থাকছে সিসিটিভি
হাড়োয়া এবং নৈহাটিতে কত রাউন্ড পর্যন্ত চলবে ভোটগণনা?
হাড়োয়া এবং নৈহাটিতে কত রাউন্ড পর্যন্ত চলবে ভোটগণনা? মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে হাড়োয়ায়। নৈহাটিতে ১০ রাউন্ড ভোট গণনা হবে।
কোন কেন্দ্রের ভোট কোথায় গোনা হবে?
সিতাইয়ের ভোট গণনা হবে দিনহাটা কলেজ। মাদারিহাটের ভোট গোনা হবে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে। নৈহাটি বিধানসভার উপনির্বাচনের গণনাকেন্দ্র বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম। হাড়োয়ার ভোট গোনা হবে হাড়োয়া পিজি হাই স্কুলে। মেদিনীপুর কেন্দ্রের ভোটগণনা হবে মেদিনীপুর কলেজ। এবং তালড্যাংরার ভোট গোনা হবে সিমলাপাল মদনমোহন হাই স্কুল ।
ওয়েবকাস্টিং হবে না
গণনাকেন্দ্রের ভিতর থেকে কোনওরকম ওয়েবকাস্টিং হবে না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ প্রথমে গোনা হবে পোস্টাল ব্য়ালটর ভোট। তারপর, শুরু হবে ইভিএমের ভোটগণনা।
৬-০ করার দাবি কুণালের
উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ গতকাল বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার রাজ্যের দিকে-দিকে বিভিন্ন প্রকল্প ও পরিষেবাকে ছড়িয়ে দিয়েছে। সেই সব উন্নয়নের ফল হিসেবে উপনির্বাচনের ছ’টি আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে এটাই আমার বিশ্বাস।'
কড়া নিরাপত্তার ব্যবস্থা
পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রতিটি ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত এলাকায় জারি থাকছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।
নৈহাটিতে এর আগে কে কত ভোটে এগিয়ে ছিল?
নৈহাটিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। তিনি প্রায় ১৯ হাজার ভোটে সেবার হারিয়েছিলেন বিজেপির ফাল্গুনি পাত্রকে। আর এবছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ব্যাাকপুরের অন্তর্গত নৈহাটি আসনে বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূলই।
হাড়োয়ায় তৃণমূলের লিড কত ছিল এর আগে?
২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন হাজি নুরুল ইসলাম। জয়ের মার্জিন ছিল ৮০,৯৭৮। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই বিধানসভা লিড আরও বাড়িয়ে নিয়েছিলেন। সন্দেশখালির অস্বস্তির মধ্যেও ১১০,৯৯১ ভোটের লিড পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন ১,৪৫,৩৫৬। আর তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছিলেন ৩৪,২৩৫ ভোট।
মেদিনীপুরের সাম্প্রতিক ফল কী ছিল?
মেদিনীপুরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিজেপি প্রার্থী সমিতকুমার দাসকে ২৪,৩৯৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে জুনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষপর্যন্ত ২,১৭০ ভোটের লিড পেয়েছিলেন জুন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১,০৯,৯২৬। আর অগ্নিমিত্রা পেয়েছিলেন ১,০৭,৭৫৬ ভোট।
তালড্যাংরার সাম্প্রতিক ফলাফল
তালড্যাংরায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শ্যামলকুমার সরকারকে ১২,৩৭৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। যিনি লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বাঁকুড়া কেন্দ্র থেকে লড়েছিলেন। সেইসময় বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ের পাশাপাশি তালড্যাংরা বিধানসভা কেন্দ্র ৮,৪৩৩ ভোটের লিড পেয়েছিলেন অরূপ। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
মাদারিহাট আসনের সাম্প্রতিক ফল
২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাট থেকে ২৯,৬৮৫ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়াকে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছিলেন মনোজ। বিজেপির টিকিটে দাঁড়িয়ে মাদারিহাট থেকে লিড পেয়েছিলেন। কিন্তু সেটা কমে মাত্র ১১,০৬৩-তে ঠেকেছিল। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক।
সিতাইয়ের সাম্প্রতিক ফল
২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিতাই থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। বিজেপি প্রার্থী দীপক রায়কে ১০,১১২ ভোটে হারিয়ে দিয়েছিলেন। তিন বছর পরে লোকসভা ভোটে দাঁড়িয়ে সিতাই থেকে লিড ২.৫ গুণ করে নেন বাসুনিয়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে ছিলেন বাসুনিয়া। লিড ছিল ২৮,৩৭৭ ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
নৈহাটি উপনির্বাচন
গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থ ভৌমিক। পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ। তাই বিধায়কপদ ছেড়ে দেন। এর জেরে নৈহাটির বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। তাই আজ সেখানে ভোট। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। এখানে তৃণমূল প্রার্থী করেছে সনৎ দে-কে। আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিআইএমএল-কে। সেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার। নৈহাটি বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন পরেশ নাথ সরকার।
হাড়োয়া উপনির্বাচন
হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল লোকসভায় লড়ে জয়ী হয়েছিলেন। এই আবহে আসনটি খালি হয়ে যায়। এদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রটিও এখন ফাঁকা। কারণ হাজি নুরুল প্রয়াত হয়েছেন। এই আবহে হাড়োয়া বিধনসভা কেন্দ্র থেকে তৃণমূল এবার প্রার্থী করেছে হাজি নুরুলের ছেলে শেখ রবিউল ইসলামকে। এই আসনে বিজেপি প্রার্থী করেছে বিমল দাস। আর সিপিএম তথা বামেরা আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজিকে সমর্থন করেছেন। কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাবিব রেজা চৌধুরী। হাড়োয়া বিধানসভায় কংগ্রেস প্রার্থী করা হয়েছে হাবিব রেজা চৌধুরীকে।
মেদিনীপুর উপনির্বাচন
মেদিনীপুরে জুন মালিয়া সাংসদ হওয়ায় বিধায়কের পদ ফাঁকা হয়ে যায়। এই আবহে এই আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে সুজয় হাজরা। আর এখানে বিজেপি প্রার্থী করেছে শুভজিৎ রায়কে। বামেদের তরফ থেকে সিপিআই এখানে প্রার্থী করেছে মণিকুন্তল খামরুইকে। মেদিনীপুর বিধানসভা কংগ্রেসের টিকিট পেয়েছেন শ্যামল কুমার ঘোষ।
তালড্যাংরা উপনির্বাচন
তালড্যাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন বাঁকুড়ার সাংসদ হয়েছেন। এই আবহে সেই আসনটিও ফাঁকা। আর তাই সেখানে আজ ভোট হবে। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে ফাল্গুনী সিংহকে। বিজেপির প্রার্থী হয়েছেন অনন্যা রায় চক্রবর্তী। এই আসনে সিপিএম প্রার্থী করেছে দেবকান্তি মোহান্তিকে। এখানে কংগ্রেস প্রার্থী হয়েছেন তুষারকান্তি ষন্নিগ্রহী।
মাদারিহাট উপনির্বাচন
মাদারিহাটে বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ। এই কারণে এই আসনটি ফাঁকা হয়েছে। আর আজ সেখানে উপনির্বাচন হবে। মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। এখানে বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে আরএসপি-র পদম ওরাওঁকে। আর তৃণমূল এই আসনে প্রার্থী করেছে জয়প্রকাশ টোপ্পোকে। মাদারিহাট বিধানসভা থকে কংগ্রেস প্রার্থী করেছে বিকাশ চম্প্রমারিকে।
সিতাই উপনির্বাচন
সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। এই আবহে সিতাই আসনটি ফাঁকা হয়ে যায়। তাই সেখানে উপনির্বাচন হচ্ছে। সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। এখানে বিজেপির প্রার্থী হলেন দীপক কুমার রায়। বামেদের তরফ থেকে এখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী করেছে অরুণ কুমার বর্মাকে। সিতাই বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী হন হরিহর রায় সিংহ।
উপনির্বাচনে ভোটের হার
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলার ছয় আসনে ১৩ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছিল গড়ে ৬৯.২৯ শতাংশ। সিতাইয়ে ভোটের হার ছিল ৬৬.৩৫ শতাংশ, মাদারিহাটে ভোট পড়েছে ৬৪.১৪ শতাংশ, তালড্যাংরায় ভোট পড়েছে ৭৫.২ শতাংশ, মেদিনীপুরে ভোটের হার ৭১.৮৫ শতাংশ, নৈহাটিতে ভোটের হার ৬২.১ শতাংশ এবং হাড়োয়াতে ভোট পড়ে ৭৩.৯৫ শতাংশ।
২০২১-এর বিধানসভা নির্বাচনে কার ঝুলিতে ছিল কোন আসন?
২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এদিকে বিগত কয়েক বছরে উপনির্বাচনে শাসকদলেরই দাপাদাপি দেখা গিয়েছে। তবুও মাঝে ব্যতিক্রম ছিল সাগরদিঘি। আর লোকসভা ভোটের পরে আরজি কর ইস্যুতে যে আন্দোলন হয়েছে, তাতে এই উপনির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ। তবে এই উপনির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া ঘাসফুল শিবির।
৬ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ আজ
গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বাংলার মোট ১৫৮৩টি বুথে সেদিন ভোটগ্রহণ হয়েছিল। এর মধ্যে সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালড্যাংরায় ২৬৪টি ভোটগ্রহণ হয়েছিল। আজ এই ৬ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ।