উচ্চশিক্ষায় সাধারণ বিষয়ে পড়ুয়াদের আগ্রহ ক্রমশ হ্রাস পাচ্ছে। এই বাস্তবতা মেনে নিয়ে এবার বড়সড় রদবদলের পথে হাঁটছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার অধীনে থাকা ৫৬টি কলেজে ভর্তির হার উদ্বেগজনকভাবে কমছে। এই সঙ্কট থেকে মুক্তি পেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ স্নাতক কোর্সের অপ্রয়োজনীয় আসন ছাঁটাই করে তার জায়গায় চালু করা হবে কর্মমুখী ও বাস্তবমুখী নতুন কোর্স।
আরও পড়ুন: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ‘সন্ত্রাসবাদী’ বিতর্ক, ইসি বৈঠকে কড়া বার্তা
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, স্নাতক স্তরে ৭৪ হাজারেরও বেশি আসন থাকা সত্ত্বেও এবছর আবেদন করেছে মাত্র ২৬ হাজার ছাত্রছাত্রী। বাকি প্রায় ৪৮ হাজার আসন ফাঁকা পড়ে থাকার আশঙ্কায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। উপাচার্য দীপক কর এই পরিস্থিতিকে গভীর সংকট হিসেবে চিহ্নিত করে জরুরি বৈঠক ডেকেছেন। সেখানেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলেজে চালু হবে এমন কিছু কোর্স, যা সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিকে বলা হয়েছে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত প্রতিটি বিষয়ের ভর্তি সংক্রান্ত গড় তথ্য পাঠাতে। যে বিষয়গুলিতে বিগত তিন বছরে ছাত্রভর্তি শোচনীয়, সেই অনার্স কোর্স বন্ধ বা আসন কমানোর প্রস্তাব দেওয়া হবে। সেই ফাঁকা জায়গাগুলিতে আনা হবে ‘জব ওরিয়েন্টেড’ নতুন বিষয় যেমন আর্ট অব অ্যারোমাথেরাপি, ফিশারি সায়েন্স, মোবাইল রিপেয়ারিং ইত্যাদি।