বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল ভারতীয় নথি তৈরি চক্রের পর্দাফাঁস করতে জেলায় জেলায় অভিযান চালাচ্ছে পুলিশের বিশেষ বিভাগ। সেই অভিযানে ধরা পড়ল এক তৃণমূল কর্মী। নদিয়ার হরিণঘাটার মাদপুর এলাকার বাসিন্দা মৃগাঙ্ক বিশ্বাস এক সময় দলের শহর SC সেলের সভাপতি ছিলেন। ৪০০০ টাকার বিনিময়ে এক বাংলাদেশি যুবককে ধৃত তৃণমূল কর্মী রেশন কার্ড ও SC সার্টিফিকেট বানিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।
বৃহস্পতিবার নদিয়ার হরিণঘাটার মাদপুর থেকে গ্রেফতার হয় প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় রেশন কার্ড ও SC সার্টিফিকেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদপুর উত্তরপাড়া এলাকার এক বাসিন্দা হরিণঘাটা থানায় অভিযোগ করেন, তাঁর ঠিকানা ব্যবহার করে রেশন কার্ড তৈরি করেছেন এমন এক ব্যক্তি যাঁকে তিনি চেনেন না। তদন্তে নেমে প্রাঞ্জলকে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক পুলিশকে জানান, ভারতে অনুপ্রবেশের পর মৃগাঙ্ক বিশ্বাস তাঁকে রেশন কার্ড ও SC সার্টিফিকেট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ৪০০০ টাকার বিনিময়ে এই ২ নথি তাঁকে বানিয়ে দেন মৃগাঙ্ক। তাঁর সঙ্গে ছিলেন সুব্রত দফাদার নামে এক যুবক। শুক্রবার গ্রেফতার করে ২ জনকেই আদালতে পেশ করেছে পুলিশ।
ধৃত মৃগাঙ্ক বিশ্বাস এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। স্থানীয় SC সেলের সভাপতি ছিল সে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃত যুবক একজন সাধারণ দলীয় কর্মী মাত্র। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তাই এব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না দল।