
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দলের গুরুত্ব বাড়াতে নিজের বাড়িতে নিজেই বোমাবাজি করেছেন বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ? এমনই অভিযোগ উঠছে তৃণমূলের অন্দর থেকেই। কারণ, মামন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় যে যুবককে পুলিশ গ্রেফতার করেছেন তিনি মামনের ছায়াসঙ্গী।
গত শনিবার মামন শেখের লায়েকবাজারের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। তখন যদিও মামন বাড়িতে ছিলেন না। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করে। এর পরে নিজের প্রাণের আশঙ্কার কথা জানান মামন শেখ।
কে মামন শেখের বাড়িতে বোমা ছুঁড়ল এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দাবি করেন, নিজের বাড়িতে নিজেই বোমাবাজি করিয়েছেন মামন। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এর পর গ্রেফতার করা হয় অর্ঘ্য মল্লিক নামে এক যুবককে। নদিয়ার বাসিন্দা অর্ঘ্য শান্তিনিকেতনে রাজমিস্ত্রির কাজ করেন। বোলপুরেই থাকেন তিনি। এলাকায় মামন শেখের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত অর্ঘ্য।
মামনের বাড়িতে বোমাবাজির ঘটনায় তারই ঘনিষ্ঠের গ্রেফতারিতে তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠছে, তবে কি দলের অন্দরে নিজের গুরুত্ব বাড়াতে নিজের বাড়িতে নিজেই বোমাবাজি করিয়েছেন তিনি?
স্থানীয় তৃণমূল নেতারা বলছেন, মামন শেখ আসলে অনুব্রতর অনুগামী। অনুব্রত জেলে যাওয়ার পরে কয়েকদিন কাজল শেখের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তিনি। কিন্তু অনুব্রত ফিরতেই ফের তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে মামনের। এই পরিস্থিতিতে কাজল গোষ্ঠীকে চাপে রাখতে তাদের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়া ও বোমাবাজি করার মতো অভিযোগ অনছেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports