বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Train service in Bardhaman station: রেলওভার ব্রিজ ভাঙার কারণে আগামী রবিবার বর্ধমান স্টেশনে বন্ধ থাকবে ট্রেন চলাচল
পরবর্তী খবর
Train service in Bardhaman station: রেলওভার ব্রিজ ভাঙার কারণে আগামী রবিবার বর্ধমান স্টেশনে বন্ধ থাকবে ট্রেন চলাচল
বেশ কয়েকদিন ধরেই ব্রিজ ভাঙার কাজ চলছে বর্ধমান স্টেশনে। যার ফলে রেল চলাচল ব্যহত হচ্ছে। ওই ব্রিজের পাশেই একটি আধুনিক ফ্লাইওভার তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ওই ওভারব্রিজটি রেলের অন্যতম পুরনো ব্রিজ। যা প্রায় একশো বছরের বেশি পুরনো। সেখানে অনেক আগেই ভারি যান চলাচলের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল।
এই ওভার ব্রিজ ভাঙা হবে। নিজস্ব ছবি
বর্ধমান রেল জংশনে পুরনো ওভারব্রিজ ভেঙে ফেলা হচ্ছে। সেই কাজের জন্য সারাদিন বন্ধ থাকবে ট্রেন চলাচল। আগামী ৫ ফেব্রুয়ারি রবিবার বর্ধমান–হাওড়া, বর্ধমান–ব্যাণ্ডেল, বর্ধমান–আসানসোল ও বর্ধমান–রামপুরহাট রেল শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এছাড়াও, একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। ঘুরিয়ে দেওয়া হবে বেশ কয়েকটি ট্রেন।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ব্রিজ ভাঙার কাজ চলছে বর্ধমান স্টেশনে। যার ফলে রেল চলাচল ব্যহত হচ্ছে। ওই ব্রিজের পাশেই একটি আধুনিক ফ্লাইওভার তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ওই ওভারব্রিজটি রেলের অন্যতম পুরনো ব্রিজ। যা প্রায় একশো বছরের বেশি পুরনো। সেই ব্রিজ আগেই ভারি যান চলাচলের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। এরপর রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিকল্প হিসেবে ওই ফ্লাইওভার তৈরি করা হয়েছে। প্রায় তিন বছর ধরে টানাপোড়েনের পর ওই ফ্লাইওভার তৈরি করা হয়েছিল।
এক সপ্তাহ ধরে চলা এই কাজে ইতিমধ্যেই বর্ধমান–হাওড়া মেইন লাইন, কর্ড লাইন এবং কাটোয়া লাইনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই যাত্রীরা সমস্যার মধ্যে পড়েছেন। যাত্রীদের কথায়, লকডাউনের জন্য দু'বছর ট্রেন চলাচল প্রায় বন্ধ ছিল। অন্যদিকে, ট্রেন চলাচল চালু হওয়ার প্রায় একবছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলায় দফায় দফায় ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে। মেইন এবং পরে কর্ড লাইনে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। নতুন এই ঘোষণার ফলে ভোগান্তি বাড়বে।