ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর কথায়, ‘এটা বিহার নয়, এটা বাংলা!’ স্পষ্ট বার্তা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বুধবার জলপাইগুড়ি থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে। তাঁর হুঁশিয়ারি, যদি বেছে বেছে কারও নাম বাদ দেওয়ার চেষ্টা হয়, তাহলে মানুষ রাস্তায় নেমেই তার জবাব দেবে। ভোটারদের প্রতি এই অন্যায় বরদাস্ত করা হবে না। এই বার্তাই তুলে ধরলেন তিনি।
আরও পড়ুন: রাস্তার অবস্থা দেখুন, কাদার ওপর দিয়ে উদায়নকে হাঁটতে বাধ্য গ্রামের মহিলাদের
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ‘নাম বাদ দিয়ে দেখুক, আমরাও বুঝিয়ে দেব। খেলাটা অতটা সহজ নয়। খেলা হবে।’ তাঁর এই বক্তব্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার পটভূমিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মন্ত্রী প্রশ্ন তোলেন, নাগরিক হিসেবে প্রমাণের জন্য যদি ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড যথেষ্ট না হয়, তাহলে কি বিজেপির সদস্যপত্রই একমাত্র বৈধ পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে? তাঁর কথায়, ‘আমার বাবা কমল গুহ জন্মেছিলেন দিনহাটায়। মা ছিলেন বরিশালের। আমি দিনহাটার সন্তান। কিন্তু আমার কাছে জন্ম শংসাপত্র নেই। মাধ্যমিকে একটা জন্মতারিখ দেওয়া হয়েছে।সেটাই মেনে চলছি।’
এখানেই থামেননি উদয়ন। যাঁরা কখনও বিদ্যালয়ে পড়াশোনা করেননি, তাঁদের জন্ম প্রমাণের কী ভিত্তি থাকবে? এই প্রশ্ন তুলে ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়েই উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিএলওদের প্রশিক্ষণ নিয়ে আশাবাদী হলেও তিনি কড়া বার্তা দিয়ে বলেন, কোনওভাবেই যেন রাজনৈতিক উদ্দেশে বা পক্ষপাতিত্ব করে কারও নাম বাদ না যায়। এদিন রাজগঞ্জের সুখানি ও বেলাকোবা অঞ্চলে দুই গুরুত্বপূর্ণ রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী। প্রায় ৫ কোটি ৪০ লক্ষ টাকার এই প্রকল্পের ঘোষণা করেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। অনুষ্ঠানে রাজ্যের আরও এক মন্ত্রী বুলুচিক বরাইক, সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন সহ একাধিক জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন।