আজ, সোমবার আসানসোল সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। এখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিন সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গত ২০ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল তাঁর। ৬ মাসের বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। এখন শরীর ভাল নেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। তাই আজ হাসপাতালে।
এদিকে আসানসোল জেলা হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক শুভজিৎ দত্ত, সার্জন স্মরণ হেমব্রম, জয়ন্ত গঙ্গোপাধ্যায় এবং হাসপাতালের মেডিক্যাল অফিসার উত্তমকুমার রায় অনুব্রতের চিকিৎসা করবেন। তাঁর নানা পরীক্ষা করা হবে। এটাকে অনেকে রুটিন চেকআপও বলছেন। প্রতি দু’মাস অন্তর জেলবন্দিদের হাসপাতালে চেকআপ করাটাই নিয়ম। তাই অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
অন্যদিকে এদিন হাসপাতালে যাওয়ার সময় মুখ খোলেন অনুব্রত মণ্ডল। হাসপাতালে কেন যাচ্ছেন? এই প্রশ্ন শুনে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘শরীর ভাল নেই। বুকে ব্যথা আছে।’ গত শুক্রবার অনুব্রতকে আদালতে হাজির করা হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। সুতরাং পরবর্তী শুনানি ৩ মার্চ। তাই হাতে সময় থাকতেই চিকিৎসা করিয়ে নিতে চাইছে জেল কর্তৃপক্ষ। তবে ক্রমশই ওজন কমছে অনুব্রত মণ্ডলের। তাঁর ওজন ১০০ কেজি। এটা ওজন কমে গিয়েই এমন হয়েছে। আর রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল। ইসিজি রিপোর্টেও উদ্বেগের কিছু ছিল না। সেখানে এখন শরীর খারাপ হয়েছে তাঁর।