পূর্ব বর্ধমান থেকে দুটি পাইপগান ও তিন রাউন্ড গুলি–সহ ৫ জন দুষ্কৃতীকে আগেই গ্রেফতার করেছিল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি ছিল সুদূর মহারাষ্ট্রের পালঘরে। এবার একই মাসের মধ্যে দু’বার অভিযান চালিয়ে মোট ১১ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে নজর কেড়েছে বর্ধমান থানা।
৬জন দূষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।
চুরি–ছিনতাই করতে জড়ো হওয়া ৬জন দূষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র–সহ তাদের গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি পাইপগান, তিন রাউন্ড গুলি, দুটি লোহার রড–সহ বাঁশ উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা সকলেই বর্ধমানের বাসিন্দা। কয়েক মাস ধরে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও বোমার বিরুদ্ধে ব্যাপকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এবার সেভাবেই ধরে ফেলা হল ৬জন দুষ্কৃতীকে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এদের পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে।