ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে ধানের বীজতলা তৈরি করার সময় জমিতে চাষ করছিলেন এক কৃষক। সেই সময় মাটি খুঁড়তেই বেরিয়ে এল একটি পাকিস্তানের যুদ্ধের শেল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী এলাকায়। ধানের বীজতলা তৈরি করতে গিয়ে মাটি খুঁড়তেই এই শেল উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল পড়ে যায় গ্রামে। পরে বম্ব স্কোয়াড গিয়ে সেটি উদ্ধার করে। মনে করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টার শেল ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন: ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের
জানা যায়, স্থানীয় হিতেন মোদক নামে এক কৃষক ধানের বীজতলা তৈরির জন্য জমিতে মাটি খুঁড়ছিলেন। সেই সময় কোদালের সঙ্গে শক্ত কোনও একটি ধাতুর আঘাত লাগে। তখন কী ভিতরে আছে তা জানতে আবারও মাটি খুঁড়তে শুরু করেন তিনি। মাটি খুঁড়তেই বেড়িয়ে আসে একাত্তরের যুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেল। তা দেখে কার্যত চমকে যান ওই কৃষক। কী করবেন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। পরে ঝিকরি বিএসএফ ক্যাম্পে যান তিনি। সেটি বিএসএফের আধিকারিকদের দেখান। তা দেখার পরে হতবাক হয়ে যান বিএসএফের আধিকারিকেরা। পরবর্তীতে জানা যায়, এটি একটি মর্টার শেল যা যুদ্ধের কাজে ব্যবহার করা হয়।
জানা গিয়েছে, ওই শেলটি পাকিস্তানের।কারণ সেটির গায়ে লেখা রয়েছে পাকিস্তান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে শেলটি যেই জায়গা থেকে উদ্ধার হয়েছে সেখানেই রাখা হয়। বুধবার বিন্নাগুড়ি আর্মির বম্ব স্কোয়াড টিম এসে সেটাকে নিষ্ক্রিয় করে। এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র, ওসি অজয় রায়, সহ বিশাল পুলিশ বাহিনী।