গত ২৫ মে ষষ্ঠ দফায় ভোটে আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। গড়বেতায় একটি বুথ পরিদর্শনে যাওয়ার সময় তিনি আক্রান্ত হন। এবার সেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। এই ঘটনায় বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। পুরো অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
আরও পড়ুন: ঝাড়গ্রামে BJP প্রার্থীকে ইটবৃষ্টি, রোহিঙ্গারা হামলা করেছে বললেন প্রণত টুডু
প্রণত টুডুর নামে কী অভিযোগ?
শ্লীলতাহানি, মারধর, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় গড়বেতা থানায় মামলা দায়ের হয়েছে। গরবেতার এক ব্যক্তি অভিযোগ করেছেন, গত ২৫ মে ভোট দিয়ে বাড়ি ফেরার সময় টুডুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার দিদিকে নানা রকমভাবে কটুক্তি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অভিযোগকারীর দিদি প্রতিবাদ করলে টুডু এবং তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার উপর চড়াও হয়। শ্লীলতাহানি করে, এমনকী প্রাণে মারার হুমকিও দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। গত ২৫ তারিখেই টুডুর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে।
উল্লেখ্য, গত ২৫শে মে ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিধানসভা এলাকায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। তিনি থানায় অভিযোগ করলেও পুলিশ সহযোগিতা করেনি বলে অভিযোগ। এবার সেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির।