এই না হলে টি-২০ লিগের ফাইনাল! ২০ ওভারের ক্রিকেটে দর্শকরা মাঠে আসেন চার-ছক্কার ফুলঝুরি দেখতে। এমনটাই বিশ্বাস বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজকদের। মারকাটারি আমেজের জন্যই টি-২০ লিগ ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্রিকেট বিশ্বে। আইপিএল ২০২৫-এর মাঝেই অন্য এক টি-২০ লিগের ফাইনালে দেখা গেল দু'দলের তেমনই ধুমধাড়াক্কা ব্যাটিং।
আইপিএলের পাশাপাশি চলছিল হংকং প্রিমিয়র লিগ। সেই টি-২০ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার। খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামে কাউলুন ক্রিকেট ক্লাব ও হংকং ক্রিকেট ক্লাব। ২০ ওভারের ম্যাচে দু'দল মিলে তুলে ফেলে ৪৬১ রান। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট ৩৮টি ছক্কা দেখা যয়া। দু'দলের ব্যাটাররা চার মারেন সাকুল্যে ৩০টি। অর্থাৎ, চারের থেকে বেশি ছক্কা মারেন ব্যাটাররা।
এমনটা নয় যে, ম্যাচে শুধু ব্যাটারদের একতরফা দাপট দেখা যায়। বরং দুই ইনিংস মিলিয়ে উইকেট পড়ে ৯টি। শেষে এমন হাই-স্কোরিং ম্যাচে হংকং ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাউলুন ক্রিকেট ক্লাব। নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন বাবর হায়াত।
আরও পড়ুন:- রিঙ্কু পেরেছিলেন, পারলেন না ধোনিরা, পরপর ২ বছর শেষ ওভারে চেন্নাইকে ঘোল খাওয়ালেন যশ দয়াল
রেকর্ড ইনিংস কাউলুন ক্রিকেট ক্লাবের
মং ককে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কাউলুন ক্রিকেট ক্লাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪২ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। চলতি টুর্নামেন্টে এটি সব থেকে বেশি রানের দলগত ইনিংস। অর্থাৎ, ফাইনালে রেকর্ড ইনিংস গড়ে কাউলুন ক্রিকেট ক্লাব। এর আগের রেকর্ড ছিল তাদেরই নামে। লিগের ম্যাচে এই হংকং ক্রিকেট ক্লাবের বিরুদ্ধেই ৫ উইকেটে ২৪১ রান করেছিল কাউলুন।
আরও পড়ুন:- RCB ম্যাচে ‘আউট না হয়েও’ মাঠ ছাড়তে হল ব্রেভিসকে, DRS চেয়েও কেন পেলেন না?
শতরান হাতছাড়া বাবরের
ফাইনালে মাত্র ২ রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন বাবর হায়াত। তিনি ব্যক্তিগত ৯৮ রানে আউট হয়ে বসেন। ৪৬ বলের আগ্রাসী ইনিংসে বাবর ৮টি চার ও ৯টি ছক্কা মারেন। মাত্র ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করেন জেন্ডন ভার্স্টার। তিনি ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৩ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া সানি ভিমসারিয়া ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪২ রান করেন। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০ বলে ৩১ রান করে নট-আউট থাকেন ওয়াকাস বরকত। হংকং ক্রিকেট ক্লাবের হয়ে ২টি উইকেট নেন নিজাকত খান।
পালটা ব্যাট করতে নেমে হংকং ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১৯ রানে আটকে যায়। ২৩ রানে ম্যাচ জেতে কাউলুন ক্রিকেট ক্লাব। অংশী রথ ৩২ বলে ৬২ রান করেন। মারেন ৬টি চার ও ৫টি ছক্কা। ১৪ বলে ৩৬ রান করেন লিউক জোনস। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন।
কাউলুনের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন ওয়াকাস বরকত। আতিক ইকবাল ও ফাহাদ হায়াত নেন ২টি করে উইকেট।