আবারও শহর কলকাতায় অগ্নিকাণ্ড! এবারের ঘটনাস্থল বেহালার জেমস লং সরণির একটি বহুতল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বহুতলের একেবারের উপরের তলায় আগুন লেগেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গিয়েছে, সাদা রঙের অভিজাত ওই বহুতলের একটি ফ্ল্যাটের জানলা দিয়ে দাউ দাউ করে বের হচ্ছে লেলিহান শিখা, কালো ধোঁয়ার কুণ্ডলী!
শেষ পাওয়া খবর অনুসারে, আগুন লাগার পরই বহুতলের বাসিন্দাদের সকলকে সচেতন করা হয়। এবং তাঁরা সকলেই ফ্ল্যাট ছেড়ে নীচে নেমে আসেন। অন্যদিকে, ঘটনাস্থলে দমকলের অন্তত তিনটি ইঞ্জিন পৌঁছানোর খবর পাওয়া গিয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তাঁরা বহুতলের ভিতরেও প্রবেশ করতে পেরেছেন বলে জানা গিয়েছে। কিন্তু, দাহ্য আসবাবপত্র থাকায় আগুন বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে।
এই অবস্থায় আশপাশের বাড়ি থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে হচ্ছে বলেও সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করছে। যদিও কী কারণে আগুন লাগল, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু, বাসিন্দাদের কেউ কেউ মনে করছেন, কোনওভাবে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। তাতে প্রাণহানিও হয়। এরপর সল্টলেক সেক্টর ফাইভেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এবার আগুন লাগল বেহালা জেমস লং সরণির বহুতলে।