রবিবার আয়োজক শ্রীলঙ্কাকে হারালেই ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ফাইনালের টিকিট পাকা হয়ে যেত ভারতের মহিলা ক্রিকেট দলের। তবে ভারত এই ম্যাচ হেরে যাওয়ায় আপাতত সেটা সম্ভব হয়নি। যদিও সিংহলিদের কাছে হারলেও ভারত এখনও লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। হরমনপ্রীতদের ফাইনালে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এখনও।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে চামারি আতাপাত্তুদের হেলায় হারিয়ে দেয় ভারত। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্যত হারা ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিরতি ম্যাচে বড়সড় ইনিংস গড়েও হারতে হয় হরমনপ্রীতদের।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি রিচা ঘোষের
কলম্বোয় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। দলগত পারফর্ম্যান্সে ভর করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৭৫ রান সংগ্রহ করে। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন বাংলার রিচা ঘোষ। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৫৮ রান করে সাজঘরে ফেরেন। ৪৮ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া প্রতীকা রাওয়াল ৩৫, স্মৃতি মন্ধনা ১৮, হার্লিন দেওয়ল ২৯, হরমনপ্রীত কৌর ৩০, জেমিমা রডরিগেজ ৩৭, দীপ্তি শর্মা ২৪, কাশবী গৌতম ১৭, স্নেহ রানা ১০ ও অরুন্ধতী রেড্ডি অপরাজিত ৯ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৪৩ রানে ৩ উইকেট দখল করেন ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। ৪৪ রানে ৩ উইকেট নেন সুগন্দিকা কুমারী। ১টি করে উইকেট সংগ্রহ করেন দেউমি বিহঙ্গ ও ইনোকা রণবীরা।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা। হর্ষিতা সমরাবিক্রমে ৫৩ ও নীলাক্ষিকা সিলভা ৫৬ রান করেন। আতাপাত্তু করেন ২৩ রান।
ভারতের হয়ে ৪৫ রানে ৩ উইকেট নেন স্নেহ রানা। ১টি করে উইকেট সংগ্রহ করেন অরুন্ধতী রেড্ডি, প্রতীকা রাওয়াল ও শ্রী চরণী। উইকেট পাননি কাশবী গৌতম ও দীপ্তি শর্মা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নীলাক্ষিকা সিলভা।
এখনও লিগ টেবিলের শীর্ষে ভারত
শ্রীলঙ্কার কাছে হারের পরে ৩ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। শ্রীলঙ্কাও ৩ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান-রেটে ভারতের থেকে পিছিয়ে থাকায় লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ খেলে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করেনি। ভারত তাদের শেষ লিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে।