অবশেষে আইপিএলে পরিচিত মেজাজে ধরা দিলেন আন্দ্রে রাসেল। দরকারের সময় কেকেআর তাঁক ব্যাটিং অর্ডারে প্রমোশন দেয়। টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন ক্যারিবিয়ান তারকা। রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিধ্বংসী হাফ-সেঞ্চুরি করেন রাসেল।
ইডেনে রাজস্থানের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। তারা শুরুতেই ওপেনার সুনীল নারিনের (১১) উইকেট হারিয়ে বসে। অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৩৫ রান করে সাজঘরে ফিরলে ব্যাট হাতে ক্যাপ্টেনের সঙ্গে ক্রিজে যোগ দেন অংকৃষ রঘুবংশী।
রাহানে ৩০ রান করে সাজঘরে ফিরলে ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। তিনি নিজের ১০ নম্বর বলে প্রথম বাউন্ডারি মারেন। প্রথম ৯ বলে রাসেলের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২ রান। সেখান থেকে চার-ছক্কার ঝড় তুলে দ্রে রাস ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান মাত্র ২২ বলে। অর্থাৎ পরের ১৩টি বল খেলে রাসেল সংগ্রহ করেন ৪৯ রান।
রাসেল অর্ধশতরানে পৌঁছতে সাহায্য নেন ৩টি চার ও ৬টি ছক্কার। শেষমেশ ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন দ্রে রাস। রাসেলের এমন মারকাটারি ইনিংসের সুবাদেই কলকাতা নাইট রাইডার্স দলগত ২০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান সংগ্রহ করে।
আরও পড়ুন:- ফাইনালে ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া বাবরের, রেকর্ড ইনিংস গড়ে চ্যাম্পিয়ন তাঁর দল
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে রাসেল কেকেআরের হয়ে শেষবার হাফ-সেঞ্চুরি করেন ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচে। সেবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। গত মরশুমে ১৫টি ম্যাচ খেলে রাসেল হাফ-সেঞ্চুরি করেন সেই একটিই। যদিও তিনি মোটে ৯টি ইনিংসে ব্যাট করার সুযোগ পান।
আরও পড়ুন:- রিঙ্কু পেরেছিলেন, পারলেন না ধোনিরা, পরপর ২ বছর শেষ ওভারে চেন্নাইকে ঘোল খাওয়ালেন যশ দয়াল
এবছর দ্রে রাস এই নিয়ে ১১টি ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেন। সুতরাং, যদি ম্যাচ সংখ্যা হিসাব করা হয়, তবে দীর্ঘ ২৫টি ম্যাচ পরে রাসেল ফের কেকেআরের হয়ে হাফ-সেঞ্চুরি করেন। তবে যদি ইনিংস বিচার করা হয়, তবে ১৬টি ইনিংস পরে পুনরায় কেকেআরের জার্সিতে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকান রাসেল।
আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত ৮টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ১২৯ রান করেছেন রাসেল। রবিবারের রাজস্থান ম্যাচের আগে পর্যন্ত তিনি ৬টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন ৮টি উইকেট।