পহেলগাঁও হামলায় এখনও শোকস্তব্ধ, ক্ষুব্ধ গোটা দেশ। এমন একটা প্রেক্ষাপটে সন্ত্রাসবাদী হামলার জেরেই বিমানের গন্তব্য বদল করতে হয়েছে ভারতীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া-কে। আজ (রবিবার - ৪ মে, ২০২৫) সকালে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। যার জেরে তাদের একটি বিমানের (দিল্লি - তেল আভিভ রুটের) অভিমুখ ঘুরিয়ে সেটিকে আবু ধাবি নিয়ে যায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সূত্রের দাবি, সেই ঘটনার জেরেই আগামী দু'দিন ইজরায়েলের রাজধানী তেল আভিভে কোনও পরিষেবা দেবে না তারা।
সংবাদমাধ্যমের হাতে আসা তথ্য অনুসারে - আগামী ৬ মে (২০২৫) পর্যন্ত তেল আভিভগামী এবং সেখান থেকে শুরু হওয়া সমস্ত উড়ান স্থগিত করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতেই আগামী দু'দিন ইজরায়েলের রাজধানীতে উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
তবে, এর জন্য যাত্রীদের কোনও আর্থিক ক্ষতি হবে না। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা আগে থেকেই টিকিট কেটে ফেলেছেন, তাঁদের সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অথবা, যদি কোনও যাত্রী চান, তাহলে ওই টিকিটেই অন্য কোনও দিন ওই রুটে বিমানযাত্রা করতে পারবেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, তার জন্যই ২০২৫ সালের ৪ মে এআই১৩৯ নম্বর উড়ানের গন্তব্য ঘুরিয়ে আবু ধাবি করেছে এয়ার ইন্ডিয়া। ওই বিমানটি একেবারে স্বাভাবিকভাবেই আবু ধাবিতে অবতরণ করেছে এবং শীঘ্রই সেটি দিল্লি ফিরে আসবে। এই সমস্ত ঘটনার জেরে আবু ধাবিগামী এবং আবু ধাবি থেকে আসা সমস্ত উড়ান আমরা আগামী ৬ মে, ২০২৫ পর্যন্ত স্থগিত রাখছি। আমাদের গ্রাহক ও কর্মীদের নিরপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'