ফের এক পড়ুয়ার রহস্য মৃত্যু আইআইটি খড়গপুরে। রবিবার ভোরে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রের দেহ উদ্ধার হয় আইআইটি খড়গপুরের হস্টেলের ঘর থেকে। মৃত ছাত্রের নাম মহম্মদ আসিফ কমর (২২)। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায়। এনিয়ে চলতি বছরে আইআইটি খড়গপুরে ৩ জন ছাত্রের দেহ উদ্ধার হল। এই অবস্থায় কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? তা জানতে তদন্ত কমিটি গঠন করতে চলেছেন কর্তৃপক্ষ। তাতে মনোবিদ থেকে শুরু করে আইনি বিশেষজ্ঞদের রাখা হবে বলে জানা যাচ্ছে। (আরও পড়ুন: নার্ভাস পাকিস্তানের চোখের পাতা এক হচ্ছে না,বুকের ধরফরানি কমাতে এবার কী করবে তারা)
আরও পড়ুন: আইআইটি খড়্গপুরে উদ্ধার পড়ুয়ার দেহ, নেপথ্যে কি র্যাগিং? তদন্ত শুরু
পুলিশ এবং প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, আসিফ বিহারের শিওহর জেলার গারাহিসার বাসিন্দা। ইতিমধ্যেই তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে পরিবারকে। আইটি খড়গপুর সূত্রে জানা গিয়েছে, মদনমোহন মালব্য হলের এসডিএস ব্লকের একটি ঘরে থাকতেন ওই ছাত্র। শনিবার রাত থেকে ঘরের দরজা বন্ধ ছিল। তাঁকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেও কোনও সাড়া শব্দ না পেয়ে সহপাঠীরা হস্টেল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন আসিফ। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। (আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের বাড়ি 'দখল', মরিয়া হয়ে গেছে মুনিরের সেনা)
আরও পড়ুন: নারীর অধিকার অস্বীকার করে ভারতের মুসলিমদের জন্য আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশে
উল্লেখ্য, গত মাসে আইআইটি খড়গপুরের ঘর থেকে মহারাষ্ট্রের বাসিন্দা তথা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র অনিকেত ওয়াকারের দেহ উদ্ধার হয়েছিল। তার আগেও জানুয়ারিতে শাওন মালিক নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের আরও এক ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল। অতীতে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে খড়গপুর। এই অবস্থায় মৃত্যুর পিছনের কারণগুলি তদন্ত করার জন্য এই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে আইআইটি কর্তৃপক্ষ।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক অমিত পাত্র পিটিআইকে জানিয়েছেন, কমিটির কার্যপরিধি এবং গঠন দু-তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে।