বিমানে সওয়ার এক মদ্যপ পুরুষ যাত্রীর হাতে 'লাঞ্ছিত' হতে হল এক বিমানসেবিকাকে। অভিযোগ, এই ঘটনা ঘটেছে দিল্লি থেকে মহারাষ্ট্রের শিরডিগামী ইন্ডিগোর একটি বিমানে। পুলিশ সূত্র উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।
সেই অনুসারে - চরম অনভিপ্রেত এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে। এবং বিমানটি শিরডি বিমানবন্দরে অবতরণ করার পরই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ওই বিমানযাত্রী বিমানের ভিতর, শৌচালয়ের কাছে ওই বিমানসেবিকাকে অশ্লীলভাবে স্পর্শ করেন। ওই বিমানসেবিকা সঙ্গে সঙ্গে বিষয়টি তাঁর ক্রু ম্যানেজারকে জানান। এবং ক্রু ম্যানেজার নিরাপত্তাবাহিনীকে গোটা ঘটনা সম্পর্কে অবগত করেন। এরপর বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।
পিটিআই সূত্রে আরও জানা গিয়েছে, এরপর ওই অভিযুক্তকে স্থানীয় রাহাতা থানায় নিয়ে যাওয়া হয়। এবং সেখানে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়। অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষার ফল বলছে, তিনি ওই ঘটনার সময় মদ্যপ ছিলেন। তবে, এ নিয়ে এখনও পর্যন্ত ইন্ডিগোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।