বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার ঘটনা। ঠেঙ্গাপাড়া লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলে পরিচিত ঘরের এজবেস্টাসের চালা সম্পূর্ণ উড়ে যায়। ঘরের ভিতরে থাকা জিনিসপত্র লন্ডভন্ড হয়ে যায়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী।
আরও পড়ুন - ভয়ে পুরো ঘামছিল! ল্যাপটপ চোর সন্দেহে ছাত্রকে হেনস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে
পড়তে থাকুন - দুর্গাপুজোর পর খুলে যেতে পারে হলং বনবাংলো, বিধানসভায় নতুন তথ্য দিলেন মন্ত্রী
যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআইয়ের অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভাঙা সামগ্রী বাজেয়াপ্ত করে। কী থাকে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘরটির মধ্যে কোনও বিস্ফোরক বা বোমা লুকিয়ে রাখা ছিল কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, বিকট আওয়াজ শুনে প্রথমে ভেবেছিলাম গাড়ির টায়ার ফেটে গিয়েছে। পরে দেখি মন্দির কমিটির ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। বোমা ফাটার শব্দের মতো আওয়াজ হয়েছিল।
আরও পড়ুন - মমতার বিরুদ্ধে মানহানির মামলায় ১১ কোটি দিতে হবে, দাবি করলেন রাজ্যপাল
এই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।