বারবার আবেদন করেও কাস্ট সার্টিফিকেট পাননি তিনি। ‘চোদ্দ গুষ্টি’র কাগজ চাইছিলেন রাজ্য সরকারের আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অসম সরকারের NRC নোটিশ পাওয়া কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। মঙ্গলবার ওই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতেই তড়িঘড়ি তাঁকে ডেকে পাঠান সরকারি আধিকারিকরা। সাত তাড়াতাড়ি তাঁকে কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সরকারি আধিকারিকদের এই তৎপরতায় প্রশ্ন উঠছে, তবে কি এতদিন জেনে বুঝে হেনস্থা করা হচ্ছিল উত্তমবাবুকে। না কি এখন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সাত তাড়াতাড়ি জারি করা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। ওদিকে অসম প্রশাসনের তরফে উত্তমবাবুকে পাঠানো নোটিশ বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
কোচবিহারের বাসিন্দা উত্তমবাবুকে অসম সরকারের NRC নোটিশ পাঠানোকে গণতান্ত্রিক কাঠামোয় আঘাত বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন মমতা। এর বিরোধিতায় দেশের সমস্ত বিরোধী দলকে সরব হওয়ার আহ্বান জানান তিনি। এর পরই তৎপর হয় জেলা প্রশাসন। উত্তমবাবুকে সাত তাড়াতাড়ি ডেকে পাঠানো হয় বিডিও অফিসে। সেখানে তাঁকে কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
উত্তমবাবু বলেন, আমাকে হঠাৎ বিডিও অফিসে ডেকে এনেছে। আমাকে আজই সার্টিফিকেট দেবে বলেছে। আমি এর আগে বহু বার সার্টিফিকেটের জন্য আবেদন করেছি। কিন্তু পাইনি। এরা বলেছিল বাপ – ঠাকুরদা চোদ্দ গুষ্টির কাগজ নিয়ে এসো। সে সব কোথায় পাব?
ওদিকে অসম প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তমবাবুকে পাঠানো নোটিশটি বাতিল করা হয়েছে। সূত্রের খবর, কোনও রাজবংশীকে NRCর নোটিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অসমের হিমন্ত বিশ্বশর্মার সরকার। এই ঘটনাকে হাতিয়ার করে মঙ্গলবার কোচবিহারে NRC বিরোধী মিছিলের আয়োজন করেছে তৃণমূল।