সমপ্রেমী সম্পর্কের আরও রহস্য ভেদ পুলিশের, শিশুর খুনি কে জানা গেল না এখনও!
1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2024, 06:03 PM ISTChiranjib Paul
এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা জানতে পেরেছে, স্বামীর সঙ্গে সুখী ছিল না শান্তা। বিষয়ে করে স্বামীর মাথা টাক তাঁর অপচ্ছন্দের কারণ ছিল। দাম্পত্যের এই শীতলতার কারণে ইফফাতের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় শান্তার।
শান্তা শর্মা ও মায়ের বন্ধবী ইফফাত পরভিন
কোন্নগরে ৮ বছরের শিশুপুত্র শ্রেয়াংশুকে খুনের ঘটনায় তার মা শান্তা শর্মা ও মায়ের বন্ধবী ইফফাত পরভিনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে নান তথ্য উঠে এসেছে কিন্তু এখনও জানা যায়নি শিশুটিকে খুন করছে কে?
পুলিশের দাবি দু'জনের কেউ স্বীকার করছে না কে খুন করেছে। মঙ্গলবার জানা যায় জেলের ভাত-রুটি পচ্ছন্দ হচ্ছে। তারা চাইছে বিরিয়ানি ও চাউমিনের মতো মশলাদার খাবার। সেই খাবার না পলে তারা নাকি কথাও বলেব না বলে জানিছে। কী ভাবে তাঁদের কথা বলানো যায় তা নিয়ে বেশ ধন্দে রয়েছে পুলিশ। চাইলেই এভাবে বিচারাধীন বন্দিদের বিরিয়ানি বা চাউমিন দেবার নিয়ম নেই। তাই অন্য কোন ভাবে তাদের থেকে কথা বার করা যায় কিনা তা ভাবনা-চিন্তা করছে পুলিশ।
এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা জানতে পেরেছে, স্বামীর সঙ্গে সুখী ছিল না শান্তা। বিষয়ে করে স্বামীর মাথা টাক তাঁর অপচ্ছন্দের কারণ ছিল। দাম্পত্যের এই শীতলতার কারণে ইফফাতের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় শান্তার। তদন্তকারী আধিকারিকদের দাবি, প্রায় ১৫ বছর ধরে সমকামী সম্পর্কে রয়েছেন।
মাঝে মাঝেই তাঁরা ঘুরতে বেড়াতে যেতেন। একবার একসঙ্গে তাজমহল দেখতে গিয়েছিলেন দুজনে। কিন্তু সেই সময় সঙ্গে যাওয়ার জন্য ছেলে বায়না ধরলেও তাকে নিয়ে যাননি। মাঝে দুজনে মিলে বিহারে যান। সেখানে ছেলেকে নিয়ে যান। তবে ছেলেকে আলাদা ঘরে রেখে। বান্ধবীর সঙ্গে একঘরে রাতা কাটান শান্তা।