
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দলীয় নেতৃত্বের নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যে নিজের ইস্তফা ঘোষণা করলেন কারামন্ত্রী অখিল গিরি। রবিবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি। তবে সরকারি আধিকারিকের কাছে কোনও অবস্থাতেই ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন অখিলবাবু।
আরও পড়ুন - বালুর ২০ কোটি টাকা রয়েছে মুকুলের কাছে, হিসাব করে বার করল ED
পড়তে থাকুন - ভুয়ো রেশন কার্ড বানিয়ে তছরূপ, TMCর ব্লক সভাপতির বাবাকে ২ কোটি টাকা ফাইন রাজ্যের
অখিলবাবু বলেন, আড়াইটে নাগাদ সুব্রত বক্সি আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে জানান মুখ্যমন্ত্রী টিভিতে আমার বক্তব্য শুনেছেন। তার পর মুখ্যমন্ত্রী আমাকে ইস্তফা দিতে বলেছেন। আমার ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেব। দলে সিদ্ধান্ত আমি মাথা পেতে নিলাম। দল আমাকে বিধায়ক করেছে। মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন। আমার কথায় দলের ভাবমূর্তি খারাপ হলে সিদ্ধান্ত ঠিকই আছে।
এর পরই সাংবাদিকদের প্রশ্নর উত্তরে অখিল গিরি বলেন, আমি কখনও কোনও সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইনি। আর চাইব না। মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের সভায় বলেছিলেন যে বিত্তবান নয়, বিবেকবান চাই। যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোয় যদি মন্ত্রিত্ব যায় তো যাক।
তিনি বলেন, আমি কথা বলতে গেলে অনেক সময় উত্তেজিত হয়ে পড়ি। তখন মুখ থেকে এমন কথা বেরিয়ে যায় যে পরে মনে হয় না বললেই ভালো হত।
আরও পড়ুন - সরকারি জমিতে জবরদখল তুলতে গিয়ে মমতার মন্ত্রীর খুনের হুমকির মুখে মহিলা বন আধিকারিক
বুধবার দুপুরে অখিল গিরিকে ফোন করে সুব্রত বক্সি পদত্যাগের নির্দেশ দেন। এর পর তৃণমূলের তরফে জানানো হয়, সরকারি আধিকারিকের কাছে নিঃশর্ত ও ক্ষমা প্রার্থনা ও ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে অখিলকে। তিনি ইস্তফা না দিলে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports