
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একেবারে সহজ নয়, এবার উচ্চমাধ্যমিকের দর্শনের প্রশ্নপত্রে পরীক্ষার মুখে পড়বে পড়ুয়াদের দক্ষতা। যে পড়ুয়ারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আজ পরীক্ষায় বসেন, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। কিন্তু যাঁদের প্রস্তুতিতে খামতি ছিল এবং যে পড়ুয়ারা মধ্যমানের, তাঁরা বড় প্রশ্নের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন দর্শনের শিক্ষকরা।
নসিবপুর হাইস্কুলের দর্শনের শিক্ষক গৌতম দাস মণ্ডল বলেছেন, ‘খুব সহজ এসেছে এমসিকিউ এবং এসএকিউ বিভাগের প্রশ্ন। তবে লজিক্যাল অংশের প্রশ্নগুলি (৪০ নম্বর আছে) কিছুটা ঘুরিয়ে এসেছে। বচন, আবর্ত-বির্বতের মতো যে বিষয়গুলি আছে, সেগুলি কোনও কোনও পরীক্ষার্থীর কাছে কঠিন বলে মনে হতে পারে। বৈধতা বিচারের তিন নম্বরের দ্বিতীয় প্রশ্নটি একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভাষাটা একটু কঠিন আছে।’
তিনি জানান, এবার উচ্চমাধ্যমিকে যে অন্বয়ী পদ্ধতি আসবে বলে মনে করা হচ্ছিল, সেটা আসেনি। বরং অন্বয়ী ব্যতিরেকে পদ্ধতি এসেছে। সেক্ষেত্রে মাঝারি-মানের পড়ুয়ারা কিছুটা সমস্যায় পড়তে পারেন। এমসিকিউ এবং এসএকিউ বিভাগের প্রশ্ন সহজ হলেও লজিক্যাল অংশের প্রশ্ন কিছুটা ঘুরিয়ে হওয়ায় তাঁরা লিখিত পরীক্ষায় গড়পড়তা ৪৫-৫০ নম্বর পেতে পারেন বা কিছুটা বেশি পেতে পারেন। তবে যাঁরা ভালোমানের পডুয়ারা, তাঁদের ক্ষেত্রে প্রশ্ন একেবারে সহজ এসেছে। তাঁরা ভালো নম্বরই পাবেন। তাঁদের কোনও অসুবিধা হবে না।
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার কোন কোন বিষয়ের উত্তরপত্র কেমন হয়েছে?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
6.88% Weekly Cashback on 2025 IPL Sports