গত সপ্তাহে মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উত্তর ২৪ পরগনার সুন্দরবনের সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। আজ সেই সমস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন। ক্ষতিগ্রস্তদের আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এদিন জানান মন্ত্রী।
মাত্র ৩০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় শতাধিক বাড়ি। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ ভেঙে পড়েছিল রাস্তায়। একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বেশ কয়টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর পরেই সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো স্থানীয় তৃণমূল নেতা শেখ আযান সহ অন্যান্য নেতাদের সহায়তায় ত্রাণের ব্যবস্থা করেন। যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তারা বর্তমানে এলাকায় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।