দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার আগেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। আজ শুক্রবার দুপুরে, মোদীর সভাস্থলে আচমকাই আগুন লেগে যায়। ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ, তার আগেই দিল্লি উড়ে গেলেন বিজেপি নেতা
দুর্গাপুরের হেলিপ্যাড সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় পৌঁছনর আগে এই ঘটনা ঘটে। সরকারি মঞ্চ ও রাজনৈতিক মঞ্চের মাঝখানে একটি অংশে আগুন লাগে। আগুন লাগার খবর দ্রুত নিরাপত্তারক্ষী ও দমকল কর্মীদের কানে পৌঁছতেই তৎপরতা শুরু হয়। সভা ঘিরে আগে থেকেই কড়া নিরাপত্তা থাকায় খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে সাময়িক উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল মাঠে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। মোদীর সভা ঘিরে আগেই প্রচুর মানুষের ভিড় হয়েছিল মাঠে। তাই ধোঁয়ার কুন্ডলী দেখতে পাওয়ামাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তাবাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে পরিস্থিতি আর হাতের বাইরে যায়নি।
এই ঘটনার পর প্রশাসনিক মহলে যেমন তৎপরতা বেড়েছে, তেমনই উঠছে প্রশ্ন প্রধানমন্ত্রীর সভার আগে এমন ঘটনা কীভাবে ঘটল? নিরাপত্তা ব্যবস্থা ঘিরে চলছে নতুন করে পর্যালোচনা। তবে স্বস্তির বিষয়, কোনও প্রাণহানি বা বড় দুর্ঘটনার খবর নেই, আর নির্ধারিত সময়েই সভা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।এদিকে, দুর্গাপুরে পা রাখার আগেই বিহারে সভামঞ্চ থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বীরভূম হবে বেঙ্গালুরু, জলপাইগুড়ি হবে জয়পুরের মতো।