কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে। সেই সমস্ত প্রকল্পের নির্দিষ্ট নাম রয়েছে। তবে রাজ্য সরকার আদৌও সেই নামেই প্রকল্প গুলি বাস্তবায়িত করছে কিনা? বা অন্যান্য পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কিনা? তা যাচাই করার করার নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রককে পৃথকভাবে এই প্রকল্পগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। আর এনিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এর আগে আদৌও এইভাবে প্রতিটি মন্ত্রক কোনও প্রকল্পের খোঁজখবর নিয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: ‘প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়’, বিজেপিকে তোপ মমতার
জানা গিয়েছে, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প কীভাবে পরিচালনা করতে হবে? সে বিষয়ে পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যকে লিখিতভাবে বর্ণনা পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে, কোনওভাবে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা যাবে না। তবে বিভিন্ন রাজ্যভিত্তিক ভাষায় সেই নামের নিখুঁত অনুবাদ করা যাবে। প্রকল্পের বাস্তবায়ন করতে গেলে কেন্দ্রীয় সরকারের নীতি মেনে চলতে হবে। সে সমস্ত কাজই খতিয়ে দেখবে কেন্দ্রীয় মন্ত্রকগুলি। সেগুলি ক্ষতি দেখার পর অর্থ মন্ত্রকে রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও তৃণমূলের একাংশের অভিযোগ আবাস যোজনার ক্ষেত্রে নাম বদলের অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে পরবর্তীকালে নাম সংশোধন করা হয়েছে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ এখনও কেন্দ্রীয় বরাদ্দ পায়নি। একইভাবে জল জীবন মিশনের ক্ষেত্রেও নাম সংশোধন হয়েছে। তারপরেও বরাদ্দ মেলেনি।