প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অস্বস্তিতে পড়লেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এবার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে কারা ও ক্ষুদ্র, কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এই সংস্থা। পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের একবার রাজ্যের বর্তমান মন্ত্রিসভার কোনও সদস্যর নামে চার্জশিট দিল ইডি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ইডির কাছে সময় চাইলেন, ফের হাজিরা এড়ালেন মন্ত্রী চন্দ্রনাথ
ইডি সূত্রে জানা গিয়েছে, বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে উঠে আসে বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নাম। তদন্ত চলাকালীন তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও। সেই ফোন খোলার প্রয়োজনেই তাঁকে প্রথম তলব করা হয়। কিন্তু ২৫ জুলাই এবং ৩১ জুলাই দু’বারই ইডির ডাকে সাড়া দেননি তিনি। দ্বিতীয়বার তিনি সময় চেয়ে চিঠি দেন এবং জানান, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছেন। এরপর বৃহস্পতিবার তিনি ইডির দফতরে উপস্থিত হলেও, তার আগেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। তদন্তকারী সংস্থার দাবি, মন্ত্রী ও তাঁর পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য চাওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে সেগুলি জমা পড়েনি। চার্জশিটে এই বিষয়গুলির বিস্তারিত বিবরণ রয়েছে বলেও জানা গিয়েছে।